প্রতিনিধি ঈশ্বরদী
![]() |
লাইনচ্যুত ট্রেনের বগি উদ্ধারের কাজ করা হয়। শনিবার সকালে | ছবি: পদ্মা ট্রিবিউন |
পাবনার ঈশ্বরদীতে লাইনচ্যুত হয়েছে আন্তঃনগর পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন ও একটি বগি। এতে প্রায় তিন ঘণ্টা বন্ধ ছিল পশ্চিমাঞ্চলের রেল চলাচল। পরে উদ্ধার কাজ শেষে পরিস্থিতি স্বাভাবিক হয়।
শনিবার ভোর সাড়ে ৪টার দিকে ঈশ্বরদী বাইপাস স্টেশনের দক্ষিণ পাশে রেললাইনের ৫১ নম্বর সংযোগস্থলে এ দুর্ঘটনা ঘটে। এতে ঢাকা, রাজশাহী, দিনাজপুর ও খুলনার সঙ্গে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।
স্টেশন সূত্রে জানা গেছে, পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগীয় কার্যালয়ের কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন। ঈশ্বরদী লোকোমোটিভ রানিং শেড থেকে উদ্ধারকারী (রিলিফ) ট্রেন এসে ইঞ্জিন ও বগি সরিয়ে নিতে সহায়তা করে। টানা তিন ঘণ্টার চেষ্টায় সকাল ৭টা ৫ মিনিটে রেল চলাচল স্বাভাবিক হয়। ঘটনার পর ঈশ্বরদী বাইপাস স্টেশনের স্টেশনমাস্টার বাবুল রেজাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগীয় পরিবহন কর্মকর্তা (ডিটিও) হাসিনা খাতুন বলেন, 'রেললাইনের পয়েন্ট পরিবর্তন না করেই ট্রেন ছাড়ার অনুমতি দেওয়া হয়েছিল। প্রাথমিক তদন্তে স্টেশনমাস্টারের গাফিলতির প্রমাণ মেলায় তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।'
লাইনচ্যুতির কারণে ঢাকা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী পদ্মা এক্সপ্রেস এবং ঈশ্বরদী থেকে রাজশাহীগামী কমিউটার ট্রেন—এই দুটি ট্রেন নির্ধারিত সময়ের চেয়ে প্রায় আধা ঘণ্টা দেরিতে চলাচল করে।