প্রতিনিধি লক্ষ্মীপুর

গুলিবিদ্ধ রুবেল হোসেন | ছবি: পদ্মা ট্রিবিউন

লক্ষ্মীপুরে দুর্বৃত্তদের ছোড়া গুলিতে এক যুবক আহত হয়েছেন। তাঁর নাম রুবেল হোসেন (২৫)। গতকাল শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে লক্ষ্মীপুর সদরের উত্তর জয়পুর ইউনিয়নের পূর্ব চৌপল্লী গ্রামের ব্যাপারী বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

আহত রুবেল পূর্ব চৌপল্লী গ্রামের ব্যাপারী বাড়ির আবদুল কুদ্দুসের ছেলে। ঘটনার পর স্থানীয় বাসিন্দারা তাঁকে প্রথমে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় পাঠানো হয়।

পুলিশ জানায়, গতকাল শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে সদর উপজেলার চৌপল্লী বাজার থেকে বাড়ির দিকে যাচ্ছিলেন রুবেল হোসেন। পূর্ব চৌপল্লী ব্যাপারী বাড়ির সামনে গেলে আগে থেকে সেখানে অবস্থান নেওয়া সন্ত্রাসীরা রুবেল হোসেনকে লক্ষ্য করে পেছন থেকে গুলি করে পালিয়ে যায়।

পুলিশ কর্মকর্তারা বলেন, আধিপত্য বিস্তার ও মাদক কারবার নিয়ে রুবেল হোসেন ও স্থানীয় আলমগীর হোসেনের মধ্যে বিরোধ চলে আসছে। দুজনই এলাকার চিহ্নিত সন্ত্রাসী। তাঁদের বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যাসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে। দুই পক্ষের বিরোধের জেরে এ ঘটনা ঘটতে পারে।

খবর পেয়ে জেলা পুলিশ সুপার (এসপি) আকতার হোসেন হাসপাতালে যান। সেখানে তিনি আহত রুবেল ও তাঁর সঙ্গে থাকা লোকজনের সঙ্গে কথা বলেন। এসপি বলেন, গুলিটি রুবেলের বাঁ হাতের কবজিতে বিদ্ধ হয়েছে। মাদক কারবার নিয়ে দুই পক্ষের মধ্যে দ্বন্দ্ব ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এর জেরেই রুবেলকে গুলি করা হয়েছে।