প্রতিনিধি রাজশাহী
![]() |
এসএসসি পরীক্ষার প্রথম দিনে রাজশাহীর একটি কেন্দ্রে পরীক্ষা দিচ্ছে শিক্ষার্থীরা | ছবি: পদ্মা ট্রিবিউন |
২০২৫ সালের এসএসসি পরীক্ষা শুরু হয়েছে বৃহস্পতিবার। রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে বাংলা প্রথম পত্র পরীক্ষার মধ্য দিয়ে এ পরীক্ষার সূচনা হয়। প্রথম দিনেই শিক্ষার্থীদের ব্যাপক উপস্থিতি ছিল শতকরা ৯৯ শতাংশ।
রাজশাহী শিক্ষা বোর্ড সূত্র জানায়, এবার বোর্ডের অধীনে পরীক্ষার্থী ছিল মোট ১ লাখ ৬২ হাজার ৬৭৯ জন। এর মধ্যে ১ লাখ ৬১ হাজার ৫৭ জন পরীক্ষায় অংশ নেন। অনুপস্থিত ছিলেন মাত্র ১ হাজার ৬২২ জন। উল্লেখযোগ্য বিষয় হলো, প্রথম দিনের পরীক্ষায় কাউকে বহিষ্কার করা হয়নি।
রাজশাহী বিভাগের আটটি জেলায় ২৬৯টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা চলায় সংশ্লিষ্ট সবাই সন্তুষ্ট।
রাজশাহীর পবা উপজেলার নওহাটা সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে বৃহস্পতিবার সকালে সরেজমিনে পরিদর্শন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) উম্মে কুলসুম সম্পা এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত আমান আজিজ।
এডিসি সম্পা বলেন, 'রাজশাহী জেলায় এবার ৮৯টি কেন্দ্রে ৩৭ হাজার ২০ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। প্রতিটি কেন্দ্রে একজন করে সরকারি কর্মকর্তা ও দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটরা উপস্থিত রয়েছেন। পরীক্ষার পরিবেশ ভালো, কোথাও কোনো বিশৃঙ্খলা নেই।'
তিনি জানান, 'পরীক্ষার্থীরা নির্ধারিত সময়ের আধা ঘণ্টা আগেই কেন্দ্রে হাজির হচ্ছে। প্রশ্নপত্র ফাঁসের আশঙ্কা নেই' বলেও জানান তিনি।
রাজশাহী শিক্ষা বোর্ড জানায়, এ বছর এসএসসি পরীক্ষায় মোট শিক্ষার্থীর সংখ্যা ১ লাখ ৮১ হাজার ৯০৪ জন। এর মধ্যে ছাত্র ৯৪ হাজার ৬১০ জন এবং ছাত্রী ৮৭ হাজার ২৯৪ জন। তিনটি বিভাগে অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান বিভাগে ৯১ হাজার ৫৪৩ জন, মানবিক বিভাগে ৮৪ হাজার ৫৬৬ জন ও বাণিজ্য বিভাগে ৫ হাজার ৭৯৫ জন রয়েছে।
তবে গত বছরের তুলনায় এ বছর পরীক্ষার্থীর সংখ্যা কমেছে। ২০২৪ সালে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল ২ লাখ ৮৫৩ জন। এবারে তা কমে দাঁড়িয়েছে ১ লাখ ৮১ হাজার ৯০৪ জনে—যা গত বছরের তুলনায় ১৮ হাজার ৯৪৯ জন কম।
রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আ ন ম মোফাখখারুল ইসলাম বৃহস্পতিবার সকালে কয়েকটি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। সঙ্গে ছিলেন বোর্ডের সচিব অধ্যাপক শামিম আরা চৌধুরী ও পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক আরিফুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা।
চেয়ারম্যান বলেন, 'পরীক্ষায় কোনো ধরনের অসদুপায় বরদাশত করা হবে না। কোনো কেন্দ্র সচিব বা শিক্ষার্থী যদি নিয়ম লঙ্ঘন করে, তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।'