প্রতিনিধি ভৈরব

ধর্ষণ | প্রতীকী ছবি

কিশোরগঞ্জের ভৈরবে সাড়ে চার বছরের একটি শিশুকে ধর্ষণের অভিযোগে কিশোরকে (১৪) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার একটি এলাকা থেকে তাকে আটক করা হয়।

আজ শুক্রবার আদালতের মাধ্যমে তাকে গাজীপুর কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ ও ভুক্তভোগী শিশুটির পরিবারের সদস্যরা জানান, শিশুটির মা একটি কারখানায় কাজ করেন। গত বুধবার সকালে তিনি নিজ কর্মস্থলে যান। কাজের প্রয়োজনে বাবাও ওই সময় ঘরের বাইরে যান। সন্ধ্যায় ঘরে ফিরে দেখেন মেয়েশিশুটি কান্না করছে। একপর্যায়ে সে জানায়, অভিযুক্ত কিশোর চকলেট কিনে দেওয়ার লোভ দেখিয়ে ঘরে ঢুকে ধর্ষণ করেছে তাকে। পরে রাতে রক্তক্ষরণ হওয়ায় শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। প্রাথমিক পরীক্ষার পর গতকাল রাতেই শিশুটিকে কিশোরগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মেহেদী হাসান।

জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (ভৈরব-কুলিয়ারচর সার্কেল) নাজমুস সাকিব বলেন, শিশুটিকে কয়েকজন সন্দেহভাজনের ছবি দেখানো হয়েছিল। পরে শিশুটি ওই কিশোরকে শনাক্ত করে। এরপরই তাকে গ্রেপ্তার করা হয়।