প্রতিনিধি ঈশ্বরদী

নয়ন হোসেন ও হৃদয় হোসেন | ছবি: সংগৃহীত
 
পাবনায় মোটরসাইকেল দুর্ঘটনায় আহত এসএসসি পরীক্ষার্থী দুই বন্ধু গতকাল শুক্রবার রাতে মারা গেছে। ঈদের দিন বিকেলে বেড়াতে বের হয়ে তারা আহত হয়েছিল।

নিহত ব্যক্তিরা হলো গাইবান্ধা জেলা সদরের কামাল হোসেনের ছেলে নয়ন হোসেন (১৭) এবং পাবনার ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের সুলতানপুর পূর্বপাড়া গ্রামের হাদিস ব্যাপারীর ছেলে হৃদয় হোসেন (১৭)। নয়ন সুলতানপুর পূর্বপাড়া গ্রামে নানার বাড়িতে থাকত। তারা দাশুড়িয়া দরগা বাজার উচ্চবিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ছিল।

স্থানীয় সূত্র ও নিহত ব্যক্তিদের পরিবার সূত্র জানায়, পবিত্র ঈদুল ফিতরের দিন বিকেলে দুই বন্ধু মোটরসাইকেল নিয়ে বেড়াতে বের হয়। জেলার আটঘরিয়া উপজেলার খিদিরপুর-দেবত্তর সড়কের বেরুয়ান এলাকায় তাদের মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছের সঙ্গে ধাক্কা খায়। এ সময় দুজন গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে আটঘরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে একজনকে ঢাকার একটি হাসপাতালে ও অন্যজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। গতকাল দিবাগত রাত ১২টার দিকে নয়ন এবং রাত ২টার দিকে হৃদয়ের মৃত্যু হয়।

দাশুড়িয়া দরগা বাজার উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম নিহত দুজনের পরিবারের বরাত দিয়ে জানান, দুই বন্ধুকে ঈশ্বরদীর খালিশপুর কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হবে। তিনি জানান, নিহত দুজনের ১০ এপ্রিল শুরু হতে যাওয়া এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল।