প্রতিনিধি নোয়াখালী

শিশুর লাশ | প্রতীকী ছবি

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় একটি সড়কের পাশে পড়ে থাকা ওষুধের কার্টন থেকে পলিথিনে মোড়ানো এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয় লোকজনের তথ্যের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে উপজেলার একলাশপুর ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের নোয়াখালী আঞ্চলিক পাসপোর্ট অফিস–সংলগ্ন প্রধান সড়কের পাশ থেকে লাশ উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, বিকেল পৌনে চারটার দিকে আঞ্চলিক পাসপোর্ট অফিসের দক্ষিণ–পশ্চিমে রিয়াজুল জান্নাহ মাদ্রাসা–সংলগ্ন প্রধান সড়কের পাশে একটি ওষুধের কার্টন পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দাদের সন্দেহ হয়। কৌতূহলী লোকজন কার্টন ফাঁক করে দেখেন, ভেতরে পলিথিনে মোড়ানো অবস্থায় একটি নবজাতকের লাশ। লাশটি মেয়ে নবজাতকের। তাৎক্ষণিক তাঁরা বিষয়টি থানায় জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

জানতে চাইলে নবজাতকের লাশ উদ্ধার হওয়ার বিষয়টি নিশ্চিত করেন বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লিটন দেওয়ান। তিনি বলেন, স্থানীয় লোকজনের খবরের ভিত্তিতে এক দিন বয়সী এক নবজাতকের লাশ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে থানায় একটি সাধারণ ডায়েরি করা হবে। উদ্ধার করা লাশটি ময়নাতদন্তের জন্য বুধবার ২৫০ শয্যার নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে।