প্রতিনিধি পাবনা
![]() |
পাবনার সাঁথিয়ায় যুবলীগের নিহত কর্মী আমিরুল ইসলাম | ছবি: সংগৃহীত |
পাবনার সাঁথিয়ায় এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধে আমিরুল ইসলাম (৫০) নামের যুবলীগের এক কর্মীকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। সোমবার রাত সাড়ে আটটার দিকে উপজেলার গৌরীগ্রাম ইউনিয়নের চকপাটা উত্তর পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় আওয়ামী লীগের কর্মীরা এ হত্যাকাণ্ডে জড়িত বলে অভিযোগ পাওয়া গেছে।
নিহত আমিরুল ইসলাম উপজেলার ক্ষেতুপাড়া ইউনিয়নের ক্ষেতুপাড়া গ্রামের লোহাই প্রামানিকের ছেলে। তিনি ক্ষেতুপাড়া উচ্চবিদ্যালয়ের অফিস সহকারী ছিলেন এবং যুবলীগের রাজনীতি করতেন বলে স্থানীয় লোকজন জানিয়েছেন।
গ্রামের লোকজনের দাবি, বিরোধে জড়ানো দুই পক্ষই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। তবে তাঁদের মধ্যে রাজনৈতিক কোনো বিরোধ ছিল না। এলাকায় আধিপত্য বিস্তার ও পূর্বশত্রুতা ছিল। এর জেরেই এ হত্যাকাণ্ড হয়েছে।
স্থানীয় লোকজন ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, স্থানীয় আওয়ামী লীগের কর্মী খালেক, মিঠুসহ কয়েকজনের সঙ্গে আমিরুল ইসলামের ভাই এবং ক্ষেতুপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আশরাফ আলীর বিরোধ চলছিল। এর জেরে রাত আটটার দিকে স্থানীয় বাজারে চা–পানের সময় আশরাফ আলীকে অপদস্থ করা হয়। এ সময় তিনি ছোট ভাই আমিরুল ইসলামকে বিষয়টি জানান। খবর পেয়ে আমিরুল মোটরসাইকেল নিয়ে বাজারের দিকে রওনা হন।
এদিকে আশরাফ আলীকে অপদস্থ করা লোকজন সিএনজিচালিত অটোরিকশা নিয়ে পালিয়ে যাচ্ছিলেন। পথিমধ্যে আমিরুল ইসলাম মোটরসাইকেল থামিয়ে অটোরিকশার গতিরোধ করেন। এ সময় অটোরিকশায় থাকা কয়েকজন নেমে আমিরুল ইসলামকে ধারালো অস্ত্র দিয়ে কোপাতে থাকেন। এতে তিনি রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়লে তাঁরা অটোরিকশা নিয়ে চলে যান।
পরে স্থানীয় লোকজন আমিরুল ইসলামে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। নিহত আমিরুলের আরকে ভাই আবদুল বাছেদ পুলিশকে জানিয়েছেন, পূর্ব কোনো বিরোধের জেরেই খালেক ও মিঠুরা তাঁর ভাইকে কুপিয়ে হত্যা করেছেন। তবে কী নিয়ে বিরোধ, তা তিনি জানেন না। তিনি ভাই হত্যার বিচার চান।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, হামলাকারী ও নিহত ব্যক্তি উভয়ই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। তবে তাঁদের মধ্যে রাজনৈতিক কোনো বিরোধ ছিল না। ব্যক্তিগত বিরোধের জেরেই ঘটনাটি ঘটেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। নিহত ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তর জন্য লাশটি পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে।