প্রতিনিধি রাজশাহী
বিএনপির কেন্দ্রীয় তিন নেতা মিজানুর রহমান মিনু, মোসাদ্দেক হোসেন ও শফিকুল হক | ছবি: সংগৃহীত |
দলের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ এনে বিএনপির তিন কেন্দ্রীয় নেতাকে সতর্ক করে চিঠি দিয়েছে রাজশাহী মহানগর বিএনপি। নগর বিএনপির পক্ষ থেকে কেন্দ্রীয় নেতাদের চিঠি দিয়ে সতর্ক করার ঘটনাকে ‘নজিরবিহীন’ বলছেন অনেকেই। তবে মহানগর বিএনপি বলছে, কেন্দ্রের নির্দেশেই এই চিঠি দেওয়া হয়েছে।
চিঠি পাওয়া তিন নেতা হলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র মিজানুর রহমান মিনু, বিএনপির কেন্দ্রীয় কমিটির বন ও পরিবেশবিষয়ক সম্পাদক ও রাজশাহী সিটি করপোরেশনের আরেক সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন (বুলবুল) এবং বিএনপির ত্রাণ ও পুনর্বাসন সহসম্পাদক ও মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শফিকুল হক (মিলন)। তাঁরা তিনজনই চিঠি পাওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।
১৭ মার্চ নগর বিএনপির আহ্বায়ক এরশাদ আলী ঈসা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল হুদা ও সদস্যসচিব মামুন-অর-রশিদ এই চিঠিতে স্বাক্ষর করেছেন। শফিকুল হককে পাঠানো চিঠিতে উল্লেখ করা হয়েছে, দলীয় গুরুত্বপূর্ণ পদে থাকার পরও তিনি মহানগর বিএনপিকে উপেক্ষা করে বিভিন্ন থানা ও ওয়ার্ড কমিটিকে বাদ দিয়ে নিজস্বভাবে দলীয় ব্যানারে কর্মসূচি পালন করছেন। এতে সংগঠনের ঐক্য বিনষ্ট হচ্ছে এবং বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হচ্ছে, যা কেন্দ্রীয় কমিটির নজরে এসেছে। এ কারণে তাঁকে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়।
মিজানুর রহমান ও মোসাদ্দেক হোসেনকে পাঠানো চিঠিতে উল্লেখ করা হয়, মহানগর বিএনপির অধীন কিছু ওয়ার্ডে কিছু ব্যক্তি দলীয় পদে না থেকেও মহানগর কমিটিকে উপেক্ষা করে বিতর্কিত কর্মসূচি পালন করছেন। এতে তাঁদের অংশগ্রহণ মহানগর বিএনপির শৃঙ্খলা বিঘ্নিত করছে। তাই ভবিষ্যতে এসব কর্মসূচিতে অংশ না নিতে তাঁদের সতর্ক করা হয়।
এ বিষয়ে যোগাযোগ করা হলে মহানগর বিএনপির সদস্যসচিব মামুন অর রশিদ বলেন, ‘দলের ভেতরের এসব জটিলতা নিরসনের জন্য দলের চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালামকে দায়িত্ব দেওয়া হয়েছিল। একাধিকবার আলোচনাও হয়েছে। এরপরও তাঁরা একই ধরনের আচরণ করছেন। তাই কেন্দ্রের নির্দেশে তাঁদের সতর্ক করা হয়েছে।’
এ ব্যাপারে জানতে চাইলে মিজানুর রহমান বলেন, ‘একমাত্র দলের চেয়ারম্যান আমাদের এ ধরনের চিঠি দিতে পারেন। গঠনতন্ত্রে তাই আছে। ওরা (মহানগর বিএনপি) না জেনে দিয়েছে।’
মোসাদ্দেক হোসেন বলেন, ‘মনে হচ্ছে, ওরা মগের মুল্লুক পেয়ে গেছে। মহানগরের আহ্বায়ক কমিটির কেন্দ্রীয় নেতাদের চিঠি দিয়ে সতর্ক করার এখতিয়ার নেই।’
কেন্দ্রীয় নেতাকে মহানগর কমিটি সতর্কীকরণ চিঠি দিতে পারে কিনা জানতে চাইলে রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ আলী বলেন, ‘আমরা চিঠি দিয়েছি ওদের কিছু বলার থাকলে কেন্দ্রীয় কমিটিকে বলুক।’ এ চিঠিকে নজিরবিহীন বলার প্রসঙ্গে তিনি বলেন, ‘নজিরবিহীন ঘটনা ঘটালে তো নজিরবিহীন চিঠি পাবেই।’