প্রতিনিধি নাটোর

নাটোরে এক সাংবাদিককে গ্রেপ্তারের প্রতিবাদে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সহকর্মীদের অবস্থান কর্মসূচি। আজ দুপুরের দিকে | ছবি: পদ্মা ট্রিবিউন 

নাটোরে পুলিশের হাতে গ্রেপ্তার সাংবাদিক আব্দুর রশিদকে জামিনে মুক্তি দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার দুপুরে সিংড়া আমলি আদালতের দায়িত্বরত সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সারোয়ার জাহান এ আদেশ দেন।

আবদুর রশিদ দৈনিক সমকাল পত্রিকার উপজেলা প্রতিনিধি। জেলার সাংবাদিকদের অভিযোগ, তথ্য চাওয়া নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তার সঙ্গে বাগ্‌বিতণ্ডার জেরে আব্দুর রশিদকে গ্রেপ্তার করা হয়। প্রতিবাদে আজ বেলা সোয়া ১১টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন জেলার শতাধিক সাংবাদিক।

আদালত সূত্রে জানা যায়, বেলা একটার দিকে আব্দুর রশিদকে নাটোরের সিংড়া আমলি আদালতে হাজির করে সিংড়া থানা-পুলিশ। এর আগে তাঁকে ২০১৮ সালের ঘটনায় ২০২৪ সালে দায়ের করা মারপিট ও চাঁদাবাজির একটি মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেপ্তার দেখানো হয়। শুনানি শেষে আদালত তাঁকে এক হাজার টাকা জামানতে পুলিশের প্রতিবেদন দাখিল করা পর্যন্ত অস্থায়ী জামিন মঞ্জুর করেন।

এদিকে বেলা ১১টা থেকে জেলার সাত উপজেলায় কর্মরত সাংবাদিকেরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জড়ো হতে শুরু করেন। তাঁদের সঙ্গে যোগ দেন বৈষম্যবিরোধী শিক্ষার্থীরাও। বিক্ষোভ সমাবেশ শেষে তাঁরা একটি মিছিল নিয়ে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে যান। সমাবেশে বক্তব্য দেন নাটোর প্রেসক্লাবের সভাপতি ফারাজি আহমেদ, সম্পাদক নাজমুল হাসান, ইউনাইটেড প্রেসক্লাবের সভাপতি নাসিম উদ্দিন, সম্পাদক কামাল হোসেন ও ইউনিক প্রেসক্লাবের সম্পাদক বুলবুল আহমেদ, জ্যেষ্ঠ সাংবাদিক নবীউর রহমান, মঞ্জুরুল হাসান, হালিম খান, আল মামুন, মাহবুব হোসেন প্রমুখ।

বক্তারা বলেন, যে ঘটনার সঙ্গে সাংবাদিক আব্দুর রশিদের কোনো সম্পৃক্ততা নেই, সেই ঘটনায় করা মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে তাঁকে অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়েছে। দুর্নীতি ঢাকতে প্রশাসনের ইন্ধনে পুলিশ এই গ্রেপ্তার নাটক সাজিয়েছে। তাঁরা অবিলম্বে সিংড়ার ইউএনও, ওসি ও প্রশাসনিক কর্মকর্তার প্রত্যাহার দাবি করেন। তা না হলে বৃহত্তর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে।