প্রতিনিধি নারায়ণগঞ্জ
![]() |
ছুরিকাঘাত | প্রতীকী ছবি |
নারায়ণগঞ্জে ব্যাটারি চুরির অপবাদে জিহাদ (১৭) নামের এক কিশোরকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় এক তরুণকে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে সদর উপজেলার ফতুল্লার লামাপাড়ার দরগাহ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত জিহাদ পটুয়াখালীর সদর থানার আউলিয়াপুরের জাহাঙ্গীর আলমের ছেলে। তাঁরা সপরিবার ফতুল্লা মডেল থানার পশ্চিম লামাপাড়ার বসবাস করত। অন্যদিকে এ ঘটনায় গ্রেপ্তার আরমান (১৮) লামাপাড়ার বাসিন্দা।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন জানান, লামাপাড়া দরগাহ মসজিদের সামনে আরমানের চাচা শাহিন মিয়ার একটি ফলের দোকান আছে। গতকাল ইফতারের পর রাত পৌনে আটটার দিকে শাহিন সেই দোকান থেকে বাইরে বের হন। কিছুক্ষণ পর দোকানে ফিরে দেখেন, বাল্ব জ্বালানোর কাজে ব্যবহৃত ব্যাটারিটি কে বা কারা চুরি করেছে। তাৎক্ষণিকভাবে জিহাদ সহ দুই কিশোরকে ওই দোকানের সামনে দাঁড়িয়ে থাকতে দেখেন। এ ঘটনা জানতে পেরে আরমান ঘটনাস্থলে গিয়ে জিহাদ ও তাঁর দুই সহযোগীকে চুরি করেছে কি না, জিজ্ঞেস করেন। বিষয়টি নিয়ে তাঁদের মধ্যে কথা–কাটাকাটি ও হাতাহাতি হয়। এতে আরমান ক্ষুব্ধ হয়ে বাসায় গিয়ে ‘সুইচ গিয়ার’ এনে জিহাদকে ছুরিকাঘাত করেন। এতে গুরুতর আহত হয় জিহাদ।
আনোয়ার হোসেন আরও বলেন, এ ঘটনার পর স্থানীয় বাসিন্দারা আরমানকে আটক করেন এবং জিহাদকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টার দিকে জিহাদ মারা যায়। এ ঘটনায় মামলার বিষয়টি প্রক্রিয়াধীন আছে।