প্রতিনিধি রংপুর
![]() |
কারাগার | প্রতীকী ছবি |
রংপুরের মিঠাপুকুরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শ্রদ্ধা জানাতে ফুল সংগ্রহ করতে যাওয়া এক স্কুলছাত্রীকে (১১) ধর্ষণ মামলার আসামি রুহুল আমিন (৫৫) আত্মসমর্পণ করেছেন। আজ বৃহস্পতিবার রংপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে (আদালত-১) রুহুল আমিন তাঁর আইনজীবী ফিরোজ কবিরের মাধ্যমে আত্মসমর্পণ করেন। আত্মসমর্পণের পরে তাঁর আইনজীবী আদালতের কাছে জামিন প্রার্থনা করেন। আদালতের বিচারক কৃষ্ণ কমল রায় জামিন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আসামি রুহুল আমিনের আদালতে আত্মসমর্পণের পরে কারাগারে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন আদালত পুলিশের পরিদর্শক মো. আমিনুল ইসলাম। গত ২১ ফেব্রুয়ারি রুহুল আমিনের বিরুদ্ধে শিশুকে ধর্ষণের অভিযোগ ওঠে। এ ঘটনায় মিঠাপুকুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছে ভুক্তভোগী শিশুটির পরিবার। ভুক্তভোগী শিশুটি মিঠাপুকুর উপজেলার একটি গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী।
পুলিশ, ভুক্তভোগী শিশুটির পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত রহুল আমিনের পরিবারের সবাই ঢাকায় থাকেন। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে স্কুলের শহীদ বেদিতে ফুল দেওয়ার জন্য রহুল আমিনের বাড়িতে সকাল সাড়ে ৬টার দিকে ফুল আনতে গিয়েছিল শিশুটি। তখন রুহুল আমিন তাকে জোর করে ঘরে নিয়ে ধর্ষণ করেন। একপর্যায়ে শিশুটি পালিয়ে বাড়িতে গিয়ে পরিবারকে ঘটনাটি জানায়।
ঘটনার দিন দুপুরে মিঠাপুকুরের বৈরাতীহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ রফিকুজ্জামান বলেছিলেন, জাতীয় জরুরি সেবার ৯৯৯ নম্বরের মাধ্যমে অভিযোগ পেয়ে তাঁরা শিশুটিকে উদ্ধার করেন। শিশুটি ধর্ষণের শিকার হয়েছে। তাঁরা ঘটনাস্থল থেকে ধর্ষণের আলামত জব্দ করেন।