প্রতিনিধি বগুড়া

ধর্ষণকারীর প্রকাশ্য ফাঁসির দৃশ্য তুলে ধরার মাধ্যমে দেশব্যাপী ধর্ষণের প্রতিবাদ জানান শিক্ষার্থী-জনতা। সোমবার দুপুরে বগুড়া শহরের সাতমাথা এলাকায় | ছবি: পদ্মা ট্রিবিউন

মাথায় কালো জমটুপি পরানো। হাত ও কোমরে দড়ি বাঁধা। তাঁকে জনতার সমানে তোলা হচ্ছে ফাঁসির মঞ্চে। বগুড়ায় প্রতীকীভাবে এভাবে ধর্ষণকারীর প্রকাশ্য ফাঁসির দৃশ্য তুলে ধরার মাধ্যমে দেশব্যাপী একের পর এক ধর্ষণের ঘটনার প্রতিবাদ জানিয়েছেন শিক্ষার্থী-জনতা। বেশ কয়েকটি স্থানে অনুষ্ঠিত এসব কর্মসূচিতে সর্বস্তরের মানুষ অংশ নেন। বিক্ষোভকারীরা সড়ক-মহাসড়ক অবরোধ করেন।

আজ সোমবার বেলা ১১টার দিকে বগুড়া শহরের সাতমাথা থেকে শিক্ষার্থীদের একটি বিক্ষোভ মিছিল বের হয়। এতে বগুড়ার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। মিছিলটি সাতমাথা থেকে শেরপুর সড়ক, ইয়াকুবিয়া মোড়, জলেশ্বরীতলাসহ শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সাতমাথায় ফিরে আসে। এরপর সাতমাথায় সমাবেশ করেন শিক্ষার্থীরা। সমাবেশ থেকে ধর্ষণকারীদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানানো হয়। একপর্যায়ে শিক্ষার্থীরা সড়কে বসে বিক্ষোভ প্রদর্শন করেন। এতে প্রায় আধা ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে।

ধর্ষণকারীদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানান শিক্ষার্থী-জনতা। সোমবার দুপুরে বগুড়া শহরের সাতমাথা এলাকায় | ছবি: পদ্মা ট্রিবিউন

শিক্ষার্থীদের এই সমাবেশে এক ব্যক্তির মাথায় কালো জমটুপি পরিয়ে কোমরে দড়ি বেঁধে ফাঁসির মঞ্চে নেওয়ার প্রতীকী দৃশ্য তুলে ধরা হয়। এ সময় স্লোগানে স্লোগানে মুখরিত হয় এলাকা।

এ ছাড়া বগুড়া সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা দুপুর সাড়ে ১২টার দিকে শহরের বনানী এলাকায় ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। এ সময় শিক্ষার্থীরা ধর্ষণের বিরুদ্ধে নানা স্লোগান দেন।

শিক্ষার্থীরা বলেন, দেশে প্রতিদিন ধর্ষণের ঘটনা ঘটছে। নারীরা ঘরে-বাইরে কোথাও নিরাপদ নন। ধর্ষণ বন্ধসহ অবিলম্বে ধর্ষণকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

এর আগে গতকাল রোববার রাতে বগুড়ার সরকারি আজিজুল হক কলেজের শিক্ষার্থীরা ধর্ষণবিরোধী মশালমিছিল বের করেন। মিছিলটি কলেজ ক্যাম্পাস থেকে শহরের আমতলা মোড় হয়ে ক্যাম্পাসে ফিরে আসে। এরপর সেখানে ধর্ষণবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়।