পদ্মা ট্রিবিউন ডেস্ক

ঈদের চাঁদ | ফাইল ছবি

সৌদি আরবে আজ শনিবার ১৪৪৬ হিজরি সনের পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে বলে সৌদি গেজেট জানিয়েছে। আগামীকাল রোববার দেশটিতে পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপিত হবে।

এক মাস রোজা রাখার পর শাওয়াল মাসের প্রথম দিন মুসলমানরা ঈদুল ফিতর উদ্‌যাপন করেন। এটি সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। চাঁদ দেখা সাপেক্ষে এই তারিখ নির্ধারণ করা হয়।

সৌদি আরবের রাজকীয় আদালত (রয়্যাল কোর্ট) আজ সন্ধ্যায় জানান, আগামীকাল রোববার (৩০ মার্চ) ঈদুল ফিতর উদ্‌যাপিত হবে বলে ঘোষণা করেছেন সুপ্রিম কোর্ট।

আজ সন্ধ্যায় সৌদি আরবের বিভিন্ন স্থান থেকে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়। এরপর আগামীকাল ঈদুল ফিতর উদ্‌যাপিত হবে বলে ঘোষণা দেন দেশটির সুপ্রিম কোর্ট। কাল সকালে দেশজুড়ে ঈদের বিশেষ জামাত অনুষ্ঠিত হবে।

ঈদুল ফিতরের জন্য কাহক নামে পরিচিত ঐতিহ্যবাহী খাবার কিনছেন এক ব্যক্তি। মিসরের কায়রো, ২৮ মার্চ, ২০২৫ | ছবি: রয়টার্স

এদিকে কুয়েত, কাতার এবং সংযুক্ত আরব আমিরাতেও (ইউএই) আগামীকাল ঈদুল ফিতর উদ্‌যাপিত হবে বলে জানিয়েছে দেশগুলোর সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলো।

এক মাস রোজা রাখার পর শাওয়াল মাসের প্রথম দিন মুসলমানরা ঈদুল ফিতর উদ্‌যাপন করেন। এটি সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। চাঁদ দেখা সাপেক্ষে এই তারিখ নির্ধারণ করা হয়।

হিজরি বর্ষপঞ্জি অনুযায়ী, চাঁদ দেখা সাপেক্ষে ২৯ বা ৩০ দিনে মাস হয়ে থাকে। ২৯ রমজান শেষে যদি চাঁদ দেখা যায়, তাহলে পরদিন ঈদুল ফিতর উদ্‌যাপিত হয়। আর চাঁদ দেখা না গেলে ঈদুল ফিতর উদ্‌যাপিত হয় ৩০ রমজান শেষে।

গালফ নিউজের খবরে বলা হয়েছে, ওমান, ইরান, ভারত, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ব্রুনেই, অস্ট্রেলিয়াসহ আরও কিছু দেশে সোমবার ঈদ উদ্‌যাপিত হবে বলে জানিয়েছে দেশগুলোর সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলো।