প্রতিনিধি বগুড়া
![]() |
লাশ | প্রতীকী ছবি |
বগুড়ায় মদ পানের পর অসুস্থ হয়ে মো. রাসেল (৩৫) ও মো. আওরঙ্গজেব ওরফে চিংটু (৪০) নামের দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার রাতে ছয়-সাত ঘণ্টার ব্যবধানে তাঁরা মারা যান। তাঁদের দুজনের বাসা বগুড়া শহরের ঠনঠনিয়া হাড়িপাড়া এলাকায় বলে পুলিশ নিশ্চিত করেছে।
আওরঙ্গজেব গতকাল সন্ধ্যায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে এবং রাসেল দিবাগত রাত তিনটার দিকে ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় সনি (৪৫) নামের আরও এক ব্যক্তি গুরুতর অসুস্থ হয়ে একই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
মারা যাওয়া আওরঙ্গজেব ঠনঠনিয়ার হাড়িপাড়া এলাকার মৃত মোয়াজ্জেম হোসেনের ছেলে এবং রাসেল হাড়িপাড়ার বটতলা এলাকার মৃত আবু তালেবের ছেলে। চিকিৎসাধীন সনি ঠনঠনিয়ার হাড়িপাড়ার জয়দেব চন্দ্রের ছেলে।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দীন ঘটনাটি নিশ্চিত করে বলেন, অতিরিক্ত মদ পানে অসুস্থ হয়ে গতকাল রাতে ঠনঠনিয়া হাড়িপাড়া এলাকায় দুজনের মৃত্যু হলেও পরিবারের পক্ষ থেকে বিষয়টি গোপন রাখা হয়। আজ শনিবার দফায় দফায় মারা যাওয়া দুজনের বাসায় পুলিশ পাঠানো হলেও মদ পানে মৃত্যুর বিষয়টি চেপে যায় পরিবার। পরে হাসপাতালের ডেথ সার্টিফিকেট (মৃত্যুসনদ) দেখে মদ পানে রাসেল ও আওরঙ্গজেব নামের দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
ওসি আরও বলেন, গত বৃহস্পতিবার রাতে শহরের ঠনঠনিয়া এলাকায় কয়েকজন বন্ধু মিলে মদ পানের পর তাঁরা অসুস্থ হয়ে পড়েন বলে জানা যায়। তবে অতিরিক্ত মদ পানে নাকি বিষাক্ত মদ পানে তাঁদের মৃত্যু হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক আবদুল ওয়াদুদ বলেন, মদ পানে অসুস্থ মো. রাসেলকে গতকাল রাত সাড়ে ১২টার দিকে হাসপাতালে ভর্তি করা হয়। রাত ৩টার দিকে তাঁর মৃত্যু হয়। এ ছাড়া মদ পানে অসুস্থ সনি নামের আরও একজনকে আজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর অবস্থাও সংকটাপন্ন।