প্রতিনিধি বগুড়া
![]() |
হত্যা | প্রতীকী ছবি |
বগুড়ায় ইজিবাইক ছিনতাইয়ের পর ‘অজ্ঞান পার্টির’ সদস্যরা এক চালককে অজ্ঞান অবস্থায় রাস্তায় ফেলে গিয়েছিলেন। শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঁচ দিন চিকিৎসাধীন থাকার পর ওই ইজিবাইকচালক শনিবার সকাল ১০টার দিকে মারা গেছেন।
বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের উপপরিচালক আবদুল ওয়াদুদ বিষয়টি নিশ্চিত করেছেন।
ওই চালকের নাম আবেদ আলী মণ্ডল (৪৫)। তিনি জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার হোপ গ্রামের বাসিন্দা। ২৪ মার্চ রাতে বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক এলাকা থেকে অজ্ঞান অবস্থায় আবেদ আলীকে উদ্ধার করা হয়।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, ২৪ মার্চ রাত ৮টার দিকে জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার পাঠানপাড়া বাজার থেকে কয়েকজন যাত্রী নিয়ে মোসলেমগঞ্জ হয়ে বগুড়ার কিচক বাজারের উদ্দেশে আসছিলেন চালক আবেদ আলী। যাত্রীবেশী ওই ব্যক্তিরা ছিলেন ‘অজ্ঞান পার্টির’ সদস্য। পথে তাঁরা আবেদ আলীকে অজ্ঞান করে বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক এলাকায় ফেলে ইজিবাইকটি নিয়ে পালিয়ে যান। স্থানীয় লোকজন পরে আবেদ আলীকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
শিবগঞ্জ থানার ওসি শাহীনুজ্জামান বলেন, এ ঘটনায় থানায় এখনো মামলা হয়নি। লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।