নিজস্ব প্রতিবেদক
![]() |
রূপনগর-পল্লবী এলাকার ৩২ শিশু-কিশোরকে বাইসাইকেল দেয় ঢাকা মহানগর উত্তর বিএনপি | ছবি: পদ্মা ট্রিবিউন |
পবিত্র রমজান উপলক্ষে ব্যতিক্রমী কর্মসূচি পালন করেছে ঢাকা মহানগর উত্তর বিএনপি। রমজান মাসে মাসব্যাপী মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজ আদায়কারী রূপনগর-পল্লবী এলাকার ৩২ শিশু-কিশোরকে সংগঠনটির পক্ষ থেকে উপহার হিসেবে বাইসাইকেল দেওয়া হয়।
শুক্রবার পল্লবীতে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, বিগত ১৬ বছর আওয়ামী লীগ সরকার দেশকে চেটেপুটে খেয়েছে। দেশের অর্থ বিদেশে পাচার করেছে। দেশে ফ্যাসিবাদ কায়েম করেছে। কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতেও শেখ পরিবারের কাউকে গ্রেফতার করা হয়নি। তারা আগেই পালিয়ে গেছে। কারণ বিদেশে তাদের বাড়িঘর আছে।
এসময় তিনি বলেন, ফ্যাসিবাদ মুক্ত দেশ গড়তে দেশের এই তরুণ-কিশোররা জীবন দিয়ে লড়েছে। গুলির সামনে দাঁড়িয়েছে মুগ্ধ, আকরাম, আবু সাঈদরা। তাদের আন্দোলনে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন শেখ হাসিনাসহ তার দোসররা।
সভাপতির বক্তব্যে বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর আহ্বায়ক আমিনুল হক বলেন, বাংলাদেশে যখনই কোনও ক্রান্তিকাল এসেছে তখনই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় দলের নেতাকর্মীরা জনগণের পাশে দাঁড়িয়েছে।
আমিনুল হক বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের কিছু উপদেষ্টা নির্বাচন নিয়ে এখন নানা টালবাহানা শুরু করেছেন। ফ্যাসিবাদের বিচারের নামে গণতন্ত্র ফিরিয়ে আনার প্রচেষ্টাকে বিলম্বিত করা হচ্ছে বলে তিনি অভিযোগ করেন।
উল্লেখ্য, রোজার শুরুতে ঢাকা মহানগর উত্তর বিএনপির পক্ষ থেকে ঘোষণা করা হয়— মাসব্যাপী মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজ আদায়কারী প্রত্যেক শিশু-কিশোরকে বাইসাইকেল উপহার দেওয়া হবে।