ধর্ষণ | প্রতীকী ছবি

চুয়াডাঙ্গা পৌর এলাকায় এক কিশোরীকে (১৬) ধর্ষণচেষ্টার অভিযোগে এক ব্যক্তিকে পিটুনি দিয়ে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। এ ঘটনায় ওই কিশোরীর বাবার করা মামলায় অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে সদর থানা পুলিশ।

গ্রেপ্তার আরিফুল ইসলাম (৪২) চুয়াডাঙ্গা শহরের বাসিন্দা। গ্রেপ্তারের পর সদর থানা পুলিশ তাঁকে চুয়াডাঙ্গা সদর আমলি আদালতে সোপর্দ করে। আদালত পরিদর্শক নাসির উদ্দিন মৃধা জানান, আদালতের বিচারক জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট গোলাম মোস্তফা অভিযুক্তকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর পর তাঁকে জেলা কারাগারে নিয়ে যাওয়া হয়।

মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, শুক্রবার বেলা ১১টার দিকে তাঁর মেয়ে নুডলস কেনার জন্য বাইরে বের হয়। এ সময় তাকে পেছন থেকে জাপটে ধরেন আরিফুল ইসলাম। পরে একটি ডায়াগনস্টিক সেন্টারের ফাঁকা কক্ষের দিকে নেওয়ার চেষ্টা করেন তাঁর মেয়েকে। এ সময় মেয়ের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে তাকে ছেড়ে দেন আরিফুল।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খালেদুর রহমান জানান, এ ঘটনায় ওই কিশোরীর বাবা আরিফুল ইসলামের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে সদর থানায় একটি মামলা করেন। এরপর আসামিকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে বিকেলে আদালতে সোপর্দ করা হলে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক।