প্রতিনিধি ময়মনসিংহ
ডাকাতির প্রস্তুতির সময় পাঁচজনকে গ্রেপ্তার করেছে র্যাব | ছবি: সংগৃহীত |
ময়মনসিংহে দেশি অস্ত্র নিয়ে ডাকাতির প্রস্তুতির সময় পাঁচজনকে গ্রেপ্তার করেছে র্যাব। বৃহস্পতিবার রাত পৌনে একটার দিকে সদর উপজেলার চর নিলক্ষীয়া ইউনিয়নের রাঘবপুর (গাংপাড়) এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন গৌরীপুর উপজেলার চূরালী গ্রামের নজরুল ইসলামের ছেলে মেহেদি হাসান (২৫), সদর উপজেলার চর রঙরামপুর গ্রামের মৃত হাসান মিয়ার ছেলে রুমান মিয়া (২৪), চর কালীবাড়ি এলাকার দুলাল মিয়ার ছেলে মো. আকরাম (৩২), লিটন মিয়ার ছেলে মো. শিমুল (২৫), পালপাড়া গ্রামের নজরুল ইসলামের ছেলে নূর নবী হক (২৬)। তাঁদের কাছ থেকে চাপাতিসহ দেশি অস্ত্র উদ্ধার করা হয়৷
গোপন সূত্রে র্যাব খবর পায়, সদর উপজেলার চর নিলক্ষীয়া ইউনিয়নের রাঘবপুর (গাংপাড়) এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছে একদল দুর্বৃত্ত। র্যাব-১৪ ময়মনসিংহের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. সামসুজ্জামানের নেতৃত্বে সেখানে অভিযান চালানো হয়।
মো. সামসুজ্জামান বলেন, ডাকাতির প্রস্তুতি নিয়ে অবস্থান করা দলটির খবর পেয়ে ওই পাঁচজনকে হাতেনাতে ধরা হয়। মামলা করার পর তাঁদের কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে৷ ঈদ ঘিরে অপরাধী চক্রের অপতৎপরতা বন্ধে র্যাব মাঠে আছে।