বিজ্ঞপ্তি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের পরিবারের একজন বক্তব্য দিচ্ছেন | ছবি: পদ্মা ট্রিবিউন

জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানের স্মরণে সেফটি নেটওয়ার্ক বাংলাদেশ আয়োজন করেছে ‘২৪-এর সাহসী যোদ্ধারা’ ইফতার ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠান। মঙ্গলবার গুলশানের হোটেল লেকশোরে আয়োজিত এ অনুষ্ঠানে শহীদ পরিবার ও আহতদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাকিস্তান, সুইডেন, ফিলিস্তিন, তুরস্ক, কমোরোস দ্বীপপুঞ্জ ও অস্ট্রেলিয়ার কূটনীতিকরা।

অনুষ্ঠানে গণঅভ্যুত্থানের সময়কার দুর্লভ ছবি ও সংবাদপত্রের কাটছাঁট নিয়ে একটি আবেগঘন ভিজ্যুয়াল গল্প প্রদর্শিত হয়। সেই সময়ে দেশের অচলাবস্থা ও গণমাধ্যমের নিষ্ক্রিয়তা তুলে ধরা হয়।

সেফটি নেটওয়ার্ক বাংলাদেশের প্রতিষ্ঠাতা এস এম তাসদিদ সোয়াদ বলেন, 'আমরা সাহসী যোদ্ধাদের সম্মান জানাতে এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়াতে প্রতিশ্রুতিবদ্ধ।'

এলিট ফোর্সের পেশাদার নিরাপত্তা কর্মীরা কুচকাওয়াজের মাধ্যমে আন্দোলনের অংশগ্রহণকারীদের প্রতি শ্রদ্ধা জানান। গণঅভ্যুত্থানের সময় ‘সালাম’ দিয়ে আলোচনায় আসা বীর সুজন-এর হাতে এলিট ফোর্সের পরিচালক শরীফ শাহাম আল ওয়াক্ফিন একটি মোটরসাইকেলের চাবি তুলে দেন।

শহীদ পরিবারের সদস্যদের তাৎক্ষণিক চাকরি প্রদান এবং আহতদের জীবনযাত্রার সহায়তা করা হয়। স্বাধীনতা দিবস উপলক্ষে শহীদ পরিবারের সদস্যদের ও আহতদের মাঝে বিশেষভাবে সাজানো ঈদ উপহার বিতরণ করা হয়, যা ঈদুল ফিতর পর্যন্ত চলবে।

অনুষ্ঠানে ‘নেক্সট জেন ভয়েসেস’ নামে একটি নতুন যুব নেতৃত্ব সংস্থার উদ্বোধন করা হয়।