প্রতিনিধি ঈশ্বরদী
![]() |
ভিজিএফ চাল |
পাবনার ঈশ্বরদীতে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে স্বল্প আয়ের মানুষের জন্য সরকারের বিশেষ খাদ্যসহায়তা কর্মসূচি (ভিজিএফ) চাল বিতরণে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে ।
উপজেলার পাকশী ইউনিয়ন পরিষদের কার্যালয়ের সামনে কয়েক দিন ধরে প্রতিবাদ করছেন নারী-পুরুষ।
পাকশী ইউনিয়ন পরিষদ সূত্রে জানা গেছে, আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে স্বল্প আয়ের মানুষের জন্য সরকারের বিশেষ খাদ্যসহায়তা কর্মসূচির আওতায় ২ হাজার ২২৫ জন উপকারভোগীকে ভিজিএফ কার্ড দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তাদের দাবি, প্রতিশ্রুত ১০ কেজি চালের বদলে ওজনে কম দেওয়া হয়েছে এবং অনেকেই কার্ড থাকা সত্ত্বেও চাল পাননি।
এ সময় চাউল না পেয়ে ক্ষুব্ধ আসিয়া বেগম নামে এম নারী বলেন, 'কার্ড দিছে, কিন্তু চাল দেয় নাই! কই গেলা সব চাউল? আমরা খাব কি?'
বৃদ্ধ পুরুষ মালেক মৃধা ক্ষোভ প্রকাশ করে বলেন, '১০ কেজির জায়গায় ৭-৮ কেজি দিছে। বাকিটা কই গেল?'
ভুক্তভোগী আনোয়ারা বেগম বলেন, ‘কার্ড পেয়ে খুব খুশি হয়েছিলাম। ভেবেছিলাম, অন্তত কয়েক দিন একটু স্বস্তিতে থাকব। কিন্তু চাল নিতে গিয়ে দেখি, ১০ কেজির বদলে মাত্র ৭ কেজি দেওয়া হচ্ছে। এত কম চাল দিয়ে কীভাবে চলব?’
আরেক সুবিধাভোগী আবদুল হান্নান ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘সরকার তো ১০ কেজি চাল দিচ্ছে। তাহলে আমাদের বেলায় কমে গেল কেন? দরিদ্র মানুষের সঙ্গে এমন অন্যায় মেনে নেওয়া যায় না।’
এ প্রসঙ্গে পাকশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সাইফুজ্জামান পিন্টুর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, 'হয়তো কিছু ভুল বোঝাবুঝি হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হবে।'
উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবীর কুমার দাশ জানিয়েছে, 'অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।'