ডিডিপির ব্যানারে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে বক্তব্য দিচ্ছেন ঈশ্বরদী প্রেসক্লাবের সাবেক সভাপতি এস এম রাজা | ছবি: পদ্মা ট্রিবিউন

পাবনার ঈশ্বরদীতে এক ইফতার মাহফিলের খাবার খেয়ে অন্তত অর্ধশতাধিক মানুষ অসুস্থ হয়ে পড়েছেন। এর মধ্যে কয়েকজন সাংবাদিকও রয়েছেন। অসুস্থদের ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় এবং চিকিৎসা দেওয়া হয়েছে।

রোববার শহরের রেলওয়ে মালগুদামে ঈশ্বরদী প্রেসক্লাবের সাবেক সভাপতি এস এম রাজার উদ্যোগে ও জংশন ডিডিপির ব্যানারে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে এ ঘটনা ঘটে।

সোমবার পর্যন্ত কয়েকজনকে হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা নিতে দেখা গেছে।

জানা গেছে, উপজেলার স্থানীয় পত্রিকা সাপ্তাহিক জংশন এবং অনলাইন সংবাদমাধ্যম ডিডিপি-র পক্ষ থেকে স্টেশন রোডে তাদের কার্যালয়ে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। আয়োজনের দায়িত্বে ছিলেন পত্রিকার সম্পাদক ও ঈশ্বরদী প্রেসক্লাবের সাবেক সভাপতি এস এম রাজা।

ইফতার খাওয়ার কয়েক ঘণ্টা পর অনেকেরই পেটে ব্যথা, বমি ও ডায়রিয়া শুরু হয়। মধ্যরাতের পর অনেকের অবস্থা গুরুতর হলে তারা হাসপাতালে ভর্তি হন।
ভুক্তভোগীদের বক্তব্য

হাসপাতালে চিকিৎসাধীন সাংবাদিক উজ্জ্বল হোসেন প্রধান বলেন, ‘ইফতার খাওয়ার পর থেকেই পেটে ব্যথা হচ্ছিল। পরে বমি ও পাতলা পায়খানা শুরু হয়। শারীরিকভাবে অনেক খারাপ লাগলে হাসপাতালে ভর্তি হই।’

ইফতার মাহফিলের আয়োজক এস এম রাজা বলেন, ‘কী কারণে এমন হলো, তা বুঝতে পারছি না। ইফতারে যেসব খাবার পরিবেশন করা হয়েছিল, সেগুলো আমরা বিশ্বস্ত জায়গা থেকেই নিয়েছিলাম। বিষয়টি খুবই দুঃখজনক।’

ঈশ্বরদী থানার ওসি শহিদুল ইসলাম বলেন, ‘ঘটনার বিষয়ে শুনেছি। তবে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’