নিজস্ব প্রতিবেদক ঢাকা
 |
আওয়ামী লীগের বিচার ও নিবন্ধন বাতিলের দাবিতে শাহবাগে জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীদের প্রতিবাদ সমাবেশ | ছবি: পদ্মা ট্রিবিউন |
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাজধানীর শাহবাগে একদিনে তিনটি প্রতিবাদ সমাবেশ হয়েছে। শনিবার এসব সমাবেশের কারণে যান চলাচলে সমস্যা তৈরি হয়, বিশেষ করে ইফতারের আগে সাধারণ মানুষ ভোগান্তিতে পড়ে।
 |
শাহবাগ মোড়ে বিক্ষোভকারীদের প্রতিবাদ সমাবেশ | ছবি: পদ্মা ট্রিবিউন |
ডিএমপি গত ১৩ মার্চ শাহবাগ মোড়ে সব ধরনের জনসমাবেশ ও মিছিলের ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল, যা এখনো বহাল রয়েছে।
 |
শাহবাগ
এলাকায় রয়েছে কয়েকটি বড় হাসপাতাল। প্রতিদিন লাখো মানুষের যাতায়াত সেখানে।
কিন্তু হুটহাট আন্দোলনের কারণে এসব মানুষকে বিপাকে পড়তে হয় | ছবি: পদ্মা ট্রিবিউন |
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আওয়ামী লীগের বিচার ও রাজনৈতিক দল হিসেবে এর নিবন্ধন বাতিলের দাবিতে বাংলাদেশ জাতীয় জাদুঘরের সামনে সমাবেশ করে।
একই সময়ে, ‘জুলাই মঞ্চ’ ব্যানারে একদল শিক্ষার্থী আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে শাহবাগ মোড়ে বিক্ষোভ করে, যা ওই এলাকার যান চলাচলে বড় ধরনের প্রভাব ফেলে।
 |
দাবি আদায়ে হুটহাট অবরোধ কর্মসূচি শুরু হয়ে যায় শাহবাগে। এ ধরনের কর্মসূচিতে বিপাকে পড়েন ওই এলাকা দিয়ে যাতায়াতকারীরা | ছবি: পদ্মা ট্রিবিউন |
অন্যদিকে, ‘ছাত্র জনতার সমাবেশ’ ব্যানারে বিক্ষোভকারীদের আরেকটি দল গত বছরের জুলাই অভ্যুত্থানে সংঘটিত গণহত্যার বিচার ও স্বরাষ্ট্র উপদেষ্টার অপসারণের দাবিতে শাহবাগে অবস্থান নেয়। তারা সারা দেশে ধর্ষণের শিকার নারীদের ন্যায়বিচারের দাবিও তোলে।
 |
শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে সমাবেশে বক্তব্য দেন আনু মুহাম্মদ | ছবি: পদ্মা ট্রিবিউন |
শাহবাগ মোতায়েন থাকা ৫০-৬০ জন পুলিশ সদস্য আজকের সমাবেশগুলোর ওপর নিষেধাজ্ঞা কার্যকর করেননি।
 |
শাহবাগ
মোড়ে ১০ থেকে ১৫ জনের একটা আন্দোলন চলছে। চারপাশের সড়ক খোলা; কিন্তু
যানবাহনে জটলা পেকে যায়, যা নিয়ন্ত্রণে হিমশিম খেতে হয় ট্রাফিক পুলিশকে | ছবি: পদ্মা ট্রিবিউন |
ডিএমপি মিডিয়া শাখার সহকারী কমিশনার জাহাঙ্গীর কবির জানান, 'শাহবাগে বিক্ষোভের ওপর নিষেধাজ্ঞা এখনও বহাল রয়েছে এবং এটি প্রত্যাহারের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।' তবে আজকের বিক্ষোভ নিয়ে তিনি কোনো মন্তব্য করতে চাননি।
 |
শাহবাগ মোড়ে ছোট-বড় যেকোনো আন্দোলনের কারণে আশপাশের সড়কে তৈরি হয় তীব্র যানজট; ভুগুতে হয় সাধারণ মানুষকে | ছবি: পদ্মা ট্রিবিউন |