নিজস্ব প্রতিবেদক

মোহাম্মদ এ আরাফাত | গ্রাফিকস: পদ্মা ট্রিবিউন

আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবির প্রসঙ্গে সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত বলেছেন, 'বাংলাদেশে এমন কোনো শক্তি নেই, যা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারে। আওয়ামী লীগ এই দেশের জন্ম দিয়েছে এবং দেশের প্রতিটি জায়গায় তার অবস্থান রয়েছে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না।'

তিনি আরও বলেন, 'রাজাকার, পাকিস্তানি এবং তাদের অনুসারীরা নিষিদ্ধ হবে, কিন্তু আওয়ামী লীগ কখনো নিষিদ্ধ হবে না। যে দেশ জন্ম দেয়, তাকে নিষিদ্ধ করা যায় না।'

সম্প্রতি একটি আন্তর্জাতিক গণমাধ্যমে মোহাম্মদ এ আরাফাত বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং দলটির ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে মন্তব্য করেন। তিনি স্পষ্টভাবে জানান, 'আওয়ামী লীগ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে কোনো নির্বাচনে অংশ নেবে না।'

শুক্রবার রাতে আন্তর্জাতিক গণমাধ্যম ডয়েচে ভেলে-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, 'আওয়ামী লীগ শেখ হাসিনার নেতৃত্বে কখনও বিকল্পের কথা ভাববে না।' তিনি আরও দাবি করেন, 'আওয়ামী লীগের শীর্ষ পর্যায় থেকে শুরু করে তৃণমূল পর্যন্ত সবাই শেখ হাসিনার নেতৃত্বে আস্থাশীল।'

এছাড়া, সম্প্রতি জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহর ফেসবুক পোস্টে সেনাবাহিনীর উর্ধতন কর্মকর্তার সঙ্গে তুমুল বিতর্কের বিষয়টি সামনে আসে। এই ঘটনা দেশের বিভিন্ন অঞ্চলে আবারও আন্দোলন শুরু হওয়ার কারণ হয়ে দাঁড়িয়েছে।

এ আরাফাত বলেন, 'আওয়ামী লীগের নেতৃত্বে পুনর্গঠন বা কোনো বিকল্পের সুযোগ নেই। শেখ হাসিনা ছাড়া আওয়ামী লীগের নেতৃত্বে আর কেউ নেই।'