নিজস্ব প্রতিবেদক
![]() |
ছুরিকাঘাত | প্রতীকী ছবি |
রাজধানীতে পল্লবীর সাংবাদিক কলোনির কাছে শুক্রবার সন্ধ্যায় ছুরিকাঘাতে এক ব্যক্তিকে হত্যা করা হয়েছে। তাঁর নাম মো. সেলিম (৩৫)। তিনি মিরপুর-১২ নম্বর সেকশনের ১৫ নম্বর লেনে থাকতেন।
সেলিমের খালা ইয়াসমিন বেগম বলেন, সন্ধ্যায় ইফতারের পর সেলিম পল্লবী সাংবাদিক কলোনির পাশে ওয়াপদা ভবনের সামনে ঘুরতে গিয়েছিলেন। সেখানে পারভেজসহ আরও কিছু দুর্বৃত্ত তাঁর মাথায়, পেটের বাঁ পাশসহ শরীরের নানা জায়গায় এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। সেখান থেকে সেলিমকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে তিনিসহ প্রতিবেশীরা রাত আটটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক সেলিমকে মৃত ঘোষণা করেন।
হাসপাতাল প্রাঙ্গণে সেলিমের কয়েকজন প্রতিবেশী দাবি করেন, সেলিমের সঙ্গে পূর্বশত্রুতার জের ধরে পারভেজ ও তাঁর সহযোগীরা এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন। সেলিম বিএনপির সমর্থক ছিলেন। হামলাকারীরা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত।
যোগাযোগ করা হলে আজ রাত ৯টার দিকে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নজরুল ইসলাম বলেন, ‘আমি ঘটনাস্থলে আছি। হত্যাকাণ্ডের কারণ বের করার চেষ্টা চলছে।’