খেলা ডেস্ক
গোলের পর থিয়াগো আলমাদার উদ্যাপন | এক্স |
শরীরে ২৩ বছরের টগবগে রক্ত আর অ্যাটাকিং মিডফিল্ডারের রোমাঞ্চকর মন থাকলে যা হয়; আলমাদা দূরের পোস্ট তাক করে কিক নেন। সবাইকে স্থির দর্শক বানিয়ে বলটা বাতাসে ভাসতে ভাসতে আশ্রয় নেয় জালে। মাঠের অন্য প্রান্তে আর্জেন্টিনার পোস্টে দাঁড়ানো এমিলিয়ানো মার্তিনেজ গোলটি দেখে এমনভাবে বাঁ হাত নাড়ছিলেন যেন আগুনে ছ্যাকা খেয়েছেন। উরুগুয়ে গোলকিপার সের্হিও রসেটের জন্য তাঁর মায়াও লাগছিল বুঝি। সত্যিই চোখ ধাঁধানো এক গোল!
মন্টেভিডিওর সেন্টেনারিও স্টেডিয়ামে ৬৮ মিনিটে আলমাদার এই গোলই শেষ পর্যন্ত ব্যবধান গড়ে দিয়েছে আর্জেন্টিনা ও উরুগুয়ের মধ্যে। স্বাগতিকদের ১-০ গোলে হারিয়ে দক্ষিণ আমেরিকান বিশ্বকাপ বাছাইয়ের পয়েন্ট টেবিলে শীর্ষস্থান আরও মজবুত হলো আর্জেন্টিনার। শুধু তাই নয়, দেখা পেয়েছে ২০০০তম গোলেরও। আলমাদার গোলটি আর্জেন্টিনা জাতীয় দলের ইতিহাসে ২০০০তম গোল। ১৯০২ সালের জুলাইয়ে আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে প্রথম গোলটি এই মন্টেভিডিওতে, এই উরুগুয়ের বিপক্ষেই!
A beauty from Thiago Almada ☄️
— B/R Football (@brfootball) March 22, 2025
(via @telefe)pic.twitter.com/OT0lRc0VXv
তার আগে প্রস্তুতিটা একদম খারাপ হলো না আর্জেন্টিনার। যদিও আলমাদার গোলটি ছাড়া তেমন আকর্ষণীয় ফুটবল খেলতে পারেনি আর্জেন্টিনা। চোটের কারণে লিওনেল মেসি, লাওতারো মার্তিনেজ, পাওলা দিবালাদের অনুপস্থিতি তার অন্যতম কারণ। প্রায় ৫৫ হাজার দর্শকের সামনে স্বাগতিক উরুগুয়েও তেমন ভালো খেলতে পারেনি। বলার মতো আক্রমণই তৈরি করতে পারেনি মার্সেলো বিয়েলসার দল। আর্জেন্টিনাও শেষ বাঁশি বাজার পর ১১ জন নিয়ে মাঠ ছাড়তে পারেনি। যোগ করা সময়ে ৫ মিনিটের মাথায় ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন জিউলিয়ানো সিমিওনের বদলি নামা নিকো গঞ্জালেস।
সেন্টিনারিও স্টেডিয়ামের মাঠ নিয়ে সমালোচনা হতে পারে। স্বাভাবিক পাসিং ফুটবল খেলতে পারেনি দুই দল। আক্রমণভাগে আলভারেজকে সামনে রেখে বাঁয়ে আলমাদা ও ডানে সিমিওনেকে খেলান আর্জেন্টিনা কোচ স্কালোনি। মিডফিল্ডে অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, লিয়ান্দ্রো পারেদেস ও এনজো ফার্নান্দেজ। তাঁদের ভেতর দিয়ে প্রথমার্ধে পাস খেলেছে উরুগুয়ে মিডফিল্ড। অ্যাটাকিং থার্ডে গিয়ে চূড়ান্ত পাসটা খেলতে না পারায় গোলমুখ খুলতে পারেনি উরুগুয়ে। গোটা ম্যাচে মাত্র চারটি শট নিতে পেরেছে।
প্রথমার্ধে আর্জেন্টিনার খেলা দেখে বিরক্তও লাগতে পারে। উদ্দেশহীন ও আক্রমণে উঠে বল হারিয়েছে বেশি। এর মধ্যেই আধঘন্টার মাথায় সিমিওনের পাস থেকে ফার্নান্দেজের শটে দারুণ একটি সেভ করেন উরুগুয়ে গোলকিপার রসেট।
Another imperious performance by this guy.
— All About Argentina 🛎🇦🇷 (@AlbicelesteTalk) March 22, 2025
My favorite center back 🇦🇷 pic.twitter.com/lXbglibt5N
প্রথমার্ধের শেষ দিকে ফার্নান্দেজের একটি ফাউল নিয়ে দুই দলের খেলোয়াড়দের মধ্যে লেগে গিয়েছিল। ধাক্কাধাক্কি ছাড়াও কথা কাটাকাটি হয়েছে।
বিরতির পর জেগে ওঠার চেষ্টা করে আর্জেন্টিনা। আলমাদা আরেকটু জায়গা নিয়ে খেলতে শুরু করেন। তাঁর এবং সিমিওনের প্রচেষ্টা রুখে দেন রসেট। আলমাদাকে ওয়ান অন ওয়ান পরিস্থিতিতে গোল করতে দেননি।
যোগ করা সময়ে উরুগুয়ে মিডফিল্ডার নাহিতান ন্যান্দেজকে বাজে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ৬৯ মিনিটে সিমিওনের বদলি নামা গঞ্জালেস। পেছন থেকে বল কাড়তে গিয়ে ন্যান্দেজের মুখে বুট দিয়ে আঘাত করেন।
Things are heating up between Uruguay 🇺🇾 & Argentina 🇦🇷 🥵 pic.twitter.com/BSy0sX8Iqg
— 433 (@433) March 22, 2025