নিজস্ব প্রতিবেদক ঢাকা

খালেদা জিয়া লন্ডনে পৌঁছালে তারেক রহমান নিজেই গাড়ি চালিয়ে মাকে নিয়ে যাচ্ছেন। ১৬ সেপ্টেম্বর, ২০১৫ | ছবি: সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আপাতত দেশে ফেরার সম্ভাবনা নেই। তবে আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে কিংবা নির্বাচনি তফসিল ঘোষণার পর তিনি দেশে ফিরতে পারেন। অন্যদিকে, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া রোজার পরই দেশে ফিরতে চান।

লন্ডনে তারেক রহমানের ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, তিনি ও তার স্ত্রী ডা. জোবাইদা রহমান ঢাকায় বারিধারা ডিওএইচএসের একটি বাড়িতে উঠতে চান। এটি তারেক রহমানের শ্বশুর, সাবেক নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল (অব.) মাহবুব আলী খানের সম্পত্তি। দীর্ঘদিন ধরে অব্যবহৃত থাকা বাড়িটিতে বর্তমানে আধুনিক সংস্কার কাজ চলছে।

খালেদা জিয়ার দেশে ফেরার বিষয়ে যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক জানান, ‘ম্যাডাম দেশের মাটিতে ফিরতে আগ্রহী। তিনি ঈদের পরই দেশে ফিরতে চান।’

এদিকে, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, ‘নির্বাচনি প্রক্রিয়া শুরুর আগেই দেশে ফিরবেন তারেক রহমান। ঢাকায় তাঁর বাসাসহ সব প্রস্তুতি চলছে।’ 

তিনি আরও জানান, 'চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী খুব শিগগিরই দেশে ফিরবেন খালেদা জিয়া।'

এর আগে, গত ২০ মার্চ সব মামলায় খালাস পেয়েছেন তারেক রহমান। বিএনপির আইনজীবীরা বলছেন, এতে তাঁর দেশে ফেরার আর কোনো আইনি বাধা নেই এবং তিনি সরাসরি রাজনীতিতে যুক্ত হতে পারবেন।