প্রতিনিধি রাজশাহী বিশ্ববিদ্যালয়

ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকরসহ তিন দাবিতে চোখে ও হাতে কালো কাপড় বেঁধে আমরণ অনশন করছেন এক শিক্ষার্থী। রোববার বিকেলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ শামসুজ্জোহা চত্বরে | ছবি: পদ্মা ট্রিবিউন

মাগুরায় শিশু ধর্ষণের ঘটনায় জড়িত ব্যক্তিদের তিন দিনের মধ্যে মৃত্যুদণ্ড কার্যকরসহ তিন দাবিতে চোখে ও হাতে কালো কাপড় বেঁধে আমরণ অনশনে বসেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী। রোববার বিকেলে বিশ্ববিদ্যালয়ের শহীদ শামসুজ্জোহা চত্বরে তিনি অনশন শুরু করেন।

ওই শিক্ষার্থীর নাম ফাতিন আলমাস। তিনি বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের ছাত্র। তাঁর বাকি দুই দফা দাবি হলো ধর্ষণের ঘটনায় একমাত্র শাস্তি হতে হবে মৃত্যুদণ্ড এবং বিচার বিভাগে পৃথক ট্রাইব্যুনাল বা ধর্ষণ নিরোধ কমিটি গঠন করতে হবে; এই বন্দোবস্তের আওতায় এক সপ্তাহের মধ্যে ধর্ষকদের শাস্তির আওতায় আনতে হবে।

জানতে চাইলে ফাতিন আলমাস বলেন, ‘সরকার ধর্ষণের সব ঘটনা সম্পর্কে অবগত আছে। কিন্তু তারা উল্লেখযোগ্য কোনো পদক্ষেপ নিচ্ছে না। ফলে ধর্ষণের ঘটনা সমাজে নিত্য ঘটনা হয়ে গেছে। আমি এসব ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।’ তিনি আরও বলেন, ‘বাংলাদেশ যদি ১৮ কোটি মানুষের একটা পরিবার হয়, মাগুরার সেই শিশুটি সে পরিবারেরই একজন সদস্য। একটা পরিবারের কোনো সদস্য অসুস্থ হলে যেমন অন্য সদস্যের বসে থাকা সম্ভব নয়, একইভাবে ওই শিশুর বিষয়টি আমি চিন্তা করে প্রতিবাদ জানাতে এসেছি। এই ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিচার হওয়ার আগপর্যন্ত রাষ্ট্রযন্ত্রের বিরুদ্ধে আমার লড়াই চলবে।’