নিজস্ব প্রতিবেদক
![]() |
এই দুজনসহ হিযবুত তাহ্রীরের চার সদস্যকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আটক করে নিয়ে যায় পুলিশ। শুক্রবার বিকেলে | ছবি: পদ্মা ট্রিবিউন |
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহ্রীরের চার সদস্যকে আটক করেছে পুলিশ। শুক্রবার বিকেল সাড়ে চারটার দিকে শাহবাগ থানার পুলিশ তাঁদের আটক করে নিয়ে আসে।
আটক হিযবুত তাহ্রীরের সদস্যরা হলেন রাফসান আহমেদ সাজ্জাদ (২২), রেদোয়ান হাসান (২১), হাবিবুর রহমান (২৪) ও আবদুল্লাহ (২০)। এঁদের মধ্যে রাফসান আহমেদ দুপুরে পল্টন এলাকায় পুলিশের ধাওয়ার সময় আহত হন।
নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহ্রীরের সদস্যরা দুপুরে পল্টনে মিছিল বের করলে তাঁদের লাঠিপেটা, কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। এ সময় আহত রাফসানকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে আসেন তাঁর ওই তিন সহযোগী। কিছুক্ষণ পর পুলিশ এসে তিনজনকে আটক করে নিয়ে যায়।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালিদ মনুসুর সন্ধ্যায় বলেন, ঢাকা মেডিকেল থেকে হিযবুত তাহ্রীরের চার সদস্যকে জিজ্ঞাসাবাদের জন্য শাহবাগ থানায় আনা হয়েছে। পরে তাঁদের পল্টন থানায় সোপর্দ করা হবে।
এদিকে দুপুরে পল্টনের ওই ঘটনায় আহত দৈনিক কালবেলার সাংবাদিক সুশোভন অর্ক (৩৩) ও নিউ এজ পত্রিকার ফটোসাংবাদিক মোহাম্মদ সৌরভ (৪০) বিকেলে ঢাকা মেডিকেলে গিয়ে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।