নিজস্ব প্রতিবেদক
আন্তর্জাতিক নারী দিবসে বিভিন্ন স্লোগান সংবলিত ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে একদল নারী শোভাযাত্রা করেন | ফাইল ছবি |
নারীর ওপর যেকোনো ধরনের সংঘবদ্ধ সহিংসতা বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলোকে এখনই কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছে ‘আন্তর্জাতিক নারী দিবস কমিটি’। কমিটির সদস্যরা বলেছেন, সবাইকে আগে মানুষ হিসেবে গ্রহণ করতে হবে। নারীর ওপর সহিংসতা বন্ধে সবাইকে এগিয়ে আসতে হবে।
৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আজ শুক্রবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ‘আমাকে ছাড়া আমার বিষয়ে কোনো সিদ্ধান্ত নয়’ শিরোনামে এক আলোচনা সভায় বক্তারা এ কথা বলেন। আন্তর্জাতিক নারী দিবস কমিটি-২০২৫ এই আলোচনা সভার আয়োজন করে।
৫৫টি সংগঠন নিয়ে আন্তর্জাতিক নারী দিবস কমিটি-২০২৫ গঠিত হয়েছে। এবার ঢাকার বাইরের ১৮টি জেলায় দুর্বার নেটওয়ার্ক, বহ্নিশিখা ও অন্যান্য সহযোগী সংগঠনের মাধ্যমে একই ধরনের কর্মসূচি নেওয়া হয়েছে।
আজকের আলোচনা সভায় নারী দিবস কমিটির সদস্য মাহমুদা বেগম ঘোষণাপত্র পাঠ করেন। তিনি ১১টি দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো: নারীর ওপর যেকোনো ধরনের সংঘবদ্ধ সহিংসতা বন্ধে এখনই কার্যকর পদক্ষেপ নিতে হবে। সব সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, দাপ্তরিক বা অধিকারভিত্তিক কমিটি, রাজনৈতিক দল ও ধর্মীয় প্রতিষ্ঠানে নারীর সমান উপস্থিতি ও কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। জুলাই গণ-অভ্যুত্থানের নারী যোদ্ধাদের রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে হবে।
১১ দফা দাবির মধ্যে আরও রয়েছে: নারী, কন্যাশিশু, ক্ষুদ্র জাতিগোষ্ঠী, প্রতিবন্ধী, ধর্মীয় সংখ্যালঘু এবং লিঙ্গবৈচিত্র্যময় জনগোষ্ঠীর বিরুদ্ধে জাতিগত, লিঙ্গভিত্তিক, সাম্প্রদায়িক ও সংঘবদ্ধ সহিংসতা বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। একই সঙ্গে মৌলবাদী ও উগ্রবাদী গোষ্ঠীর বিস্তার রোধেও দ্রুত পদক্ষেপ নিতে হবে। নারীর প্রতি সহিংসতা রোধে প্রচলিত আইনসমূহ সর্বোচ্চ স্বার্থ ও সম-অধিকার বিবেচনায় সংশোধন ও পরিমার্জন করতে হবে।
নারী দিবস কমিটির দাবি, সামাজিক যোগাযোগমাধ্যমে বা ডিজিটাল প্ল্যাটফর্মে নারীবিদ্বেষী কার্যক্রম ও প্রচার নিষিদ্ধ করতে সাইবার আইন প্রণয়ন ও প্রয়োগ নিশ্চিত করতে হবে। নারীর ওপর সহিংসতাবিরোধী আইন, নারীর অধিকার ও সহায়তা-সংক্রান্ত ব্যবস্থা সম্পর্কে সচেতনতা বাড়াতে হবে। জাতীয় শিক্ষা কারিকুলামে বয়সভিত্তিক জেন্ডার সংবেদনশীলতা ও ইতিবাচক যৌনশিক্ষা কার্যক্রম চালু করতে হবে।
আলোচনায় সদ্য সমাপ্ত অমর একুশে বইমেলায় স্যানিটারি ন্যাপকিন নিয়ে বিতর্ক, নারীবিদ্বেষী সিদ্ধান্তের নিন্দা জানান নারী দিবস কমিটির সদস্য মাহিন সুলতান। গতকাল বৃহস্পতিবার রাতে শাহবাগ থানা থেকে এক যৌন সহিংসতাকারীকে মুক্ত করতে কথিত ‘তৌহিদি জনতা’র বিতণ্ডারও নিন্দা জানান তিনি।
নারীর ওপর চলমান সব সহিংসতা জবাবদিহির আওতায় আনার দাবি জানান ‘বহ্নিশিখা’র সদস্য তাসাফ্ফী হোসেন।
যৌন সহিংসতা বন্ধে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে দুর্বার নেটওয়ার্কের প্রতিনিধি ইভান সরকার বলেন, সমাজের সবাইকে প্রথমে মানুষ হিসেবে গ্রহণ করা উচিত।