নিজস্ব প্রতিবেদক

চকবাজারে রোববার দুপুরের পর থেকেই দোকানিরা নানা পদের ইফতারির পসরা সাজিয়ে বসেছেন। ঢাকা, ২ মার্চ | ছবি: পদ্মা ট্রিবিউন

পুরান ঢাকার ঐতিহ্যবাহী চকবাজারে রমজানের প্রথম দিনই ইফতারসামগ্রীর বাজার জমজমাট হয়ে উঠেছে। আজ রোববার দুপুরের পর দেখা গেল দোকানিরা নানা পদের ইফতারির পসরা সাজিয়ে বসেছেন। হাজারো ক্রেতার ভিড় করছেন পছন্দের পদ কিনতে।

তবে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রভাব পড়েছে ইফতারসামগ্রীর ওপরও। বিশেষ করে মাংস দিয়ে তৈরি বিভিন্ন পদের দাম কিছুটা বেড়েছে; তবে পেঁয়াজু, আলুর চপ ও বেগুনির মতো ভাজাপোড়া আইটেমের দাম গতবারের মতোই রয়েছে।

সরেজমিনে দেখা যায়, পুরান ঢাকার বাসিন্দারা ছাড়াও রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মানুষ চকবাজারে এসেছেন পছন্দের ইফতারসামগ্রী কিনতে। তাঁদের একজন ধানমন্ডির জিগাতলা এলাকার বাসিন্দা হারুন অর রশীদ। তিনি বলেন, ‘প্রতিবছরই এখানে ইফতারি কিনতে আসি। দাম কিছুটা বেশি হলেও স্বাদের জন্যই চকবাজারের ইফতারি মিস করি না।’

বাংলামোটর এলাকা থেকে আসা জাহিদুর রহমান অভিযোগ করলেন, চকবাজারের ইফতারির স্বাদ আগের চেয়ে কিছুটা কমেছে। তিনি জানালেন, তাঁর পরিবারের ঐতিহ্য প্রথম দিনের ইফতারি যেন চকবাজার থেকে আনা। তাই পছন্দের ইফতারসামগ্রী কিনতে এসেছেন।

উপকরণের মূল্যবৃদ্ধির কারণে ইফতারসামগ্রীর বিভিন্ন পদের দাম বাড়ানো হয়েছে বলে জানালেন বিক্রেতারা। নাম না জানিয়ে একজন বিক্রেতা বললেন, ‘মাংসসহ অন্যান্য উপকরণের দাম বাড়ায় আমাদেরও দাম বাড়াতে হয়েছে। তবে ক্রেতারা প্রতিবারের মতোই ইফতারি কিনতে আসছেন।’

প্রথম দিনে বিক্রির পরিমাণ নিয়ে খুশি বিক্রেতারা। সামনের দিনগুলোয়ও বিক্রি আরও বাড়বে বলে আশা করছেন তাঁরা।

চকবাজারে দুপুরের পর থেকেই দোকানিরা নানা পদের ইফতারির পসরা সাজিয়ে বসেছেন। কিছু পদের দাম গতবারের চেয়ে বেশি। ঢাকা, ২ মার্চ | ছবি: পদ্মা ট্রিবিউন

মাংস দিয়ে তৈরি ইফতারসামগ্রীর দাম বেড়েছে

সুতি কাবাব, খাসির লেগ রোস্ট, আস্ত মুরগির রোস্ট, হালিমের মতো মাংসজাতীয় খাবারের দাম গত বছরের তুলনায় কিছুটা বেশি। এ বছর সুতি কাবাব প্রতি কেজি বিক্রি হচ্ছে এক হাজার ২০০ টাকায়। গত বছর যা ১ হাজার টাকায় বিক্রি হয়েছে। খাসির লেগ রোস্ট এবার প্রতি কেজি ১ হাজার টাকায় বিক্রি করা হচ্ছে, গত বছর এই রোস্ট বিক্রি হয়েছে ৮০০ টাকায়।

তন্দুরি চিকেন এবার প্রতি পিস ৪০০ টাকা রাখা হচ্ছে, গতবার যা ছিল ৩০০ টাকা। ছোট আকৃতির কোয়েলের রোস্ট প্রতি পিস বিক্রি হচ্ছে ৮০ টাকা। গত বছর এটি ছিল ৬০ টাকা।

এবছর খাসির লেগ রোস্ট প্রতি কেজি পাওয়া যাচ্ছে ১ হাজার টাকায়, গত বছর যেটার দাম ছিল ৮০০ টাকা | ছবি: পদ্মা ট্রিবিউন

এদিকে চকবাজারের সবচেয়ে জনপ্রিয় ইফতার আইটেম ‘বড় বাপের পোলায় খায়’ প্রতি কেজি ৮০০ থেকে ৮৫০ টাকায় বিক্রি হচ্ছে। এতে ৩৬টি উপকরণ থাকে, যার মধ্যে আছে খাসির মাংস, মুরগির মাংস, বুটি কাবাব, ডিম, আলু, ছোলা, ঘি, বিশেষ মসলা ইত্যাদি।

চকবাজারে ইফতার বাজার বসে শাহি মসজিদের সামনে সার্কুলার রোডের দুই পাশজুড়ে। রোজার প্রথম দিনে পবিত্র জোহরের নামাজের পর থেকেই বিক্রেতারা বাহারি ইফতারসামগ্রী নিয়ে সেখানে বসেছেন। এবার অবশ্য পেঁয়াজু, আলুর চপ, বেগুনি পিস ৫ টাকা করেই বিক্রি হচ্ছে। গতবারও এই দামে বিক্রি হয়েছিল। 

বাজারে পাওয়া যাচ্ছে গুরের, চিনির, শাহী জিলাপী | ছবি: পদ্মা ট্রিবিউন