প্রতিনিধি রাউজান

চট্টগ্রাম জেলার মানচিত্র

চট্টগ্রামের রাউজানে কাজী সাফায়েত কালাম আরিয়ান নামে এক ছাত্রলীগ কর্মীকে পুলিশের কাছ থেকে কেড়ে নেওয়ার অভিযোগ উঠেছে বিএনপি পরিচয় দেওয়া কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে। শনিবার রাত ১১টার দিকে রাউজান পৌরসভার গহিরা এলাকায় এ ঘটনা ঘটে।

খবর পেয়ে মুহাম্মদ কাওসার নামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাউজানের এক ছাত্র প্রতিনিধি ঘটনাস্থলে গেলে তাঁকে হেনস্তা ও মারধর করা হয় বলে অভিযোগ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা এবং স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, গত শনিবার রাতে গহিরায় ছাত্রলীগের এক কর্মী অবস্থান করছেন, এমন খবর পেয়ে আটক করতে যায় পুলিশ। তবে নিজেদের বিএনপি নেতা পরিচয় দিয়ে স্থানীয় তিন ব্যক্তি ওই ছাত্রলীগ কর্মীকে পুলিশের কাছ থেকে কেড়ে নেয়।

এ ঘটনার পর গভীর রাতে বৈষম্যবিরোধী আন্দোলন রাউজানের ফেসবুক পেজে একটি বিবৃতি দেওয়া হয়। সেখানে ছাত্রলীগের এক কর্মীকে স্থানীয় বিএনপি নেতা মুহাম্মদ জসিম আশ্রয় দিচ্ছেন বলে উল্লেখ করা হয়। বিবৃতিতে উল্লেখ করা হয়, রাউজানে ছাত্রলীগের কর্মীকে পুলিশের হাত থেকে ছিনিয়ে নিয়েছেন জসীম, সাফায়াত হোসেন, মারুফ নামের বিএনপির তিন নেতা।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের অভিযোগ, ছাত্রলীগ কর্মীকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়া ব্যক্তিদের একজন সাফায়াত হোসেন। তিনি উপজেলা ছাত্রদলের সদস্যসচিব। তবে এ বিষয়ে সাফায়াত হোসেনকে একাধিকবার কল দেওয়া হলেও সংযোগ পাওয়া যায়নি। এ কারণে তাঁর বক্তব্য জানা যায়নি। এ বিষয়ে জানতে উপজেলা বিএনপির সভাপতি জসিম উদ্দিনের মুঠোফোনে একাধিকবার কল দেওয়া হলেও তিনি ফোন ধরেননি।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া। তিনি বলেন, ‘এক আসামিকে আটক করতে ঘটনাস্থলে গিয়েছিল পুলিশ। তৃতীয় পক্ষের কিছু ব্যক্তির কারণে ওই আসামি পালিয়ে যেতে সক্ষম হয়।’