নিজস্ব প্রতিবেদক

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী | ছবি: পদ্মা ট্রিবিউন

‘পাবলিক প্লেস’ বা জনপরিসরে ধূমপান নারী–পুরুষ সবার জন্য অপরাধ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। কেউ যেন উন্মুক্ত স্থানে ধূমপান না করেন, সে জন্য সবার প্রতি অনুরোধ জানিয়েছেন তিনি।

রাজধানীর লালমাটিয়ায় শনিবার সন্ধ্যায় দুই তরুণীর ধূমপান ঘিরে উত্তেজনা এবং শেষ পর্যন্ত তা থানা–পুলিশে গড়ানোর ঘটনা প্রসঙ্গে সাংবাদিকদের এসব কথা বলেন উপদেষ্টা। রোববার সন্ধ্যায় রাজধানীর মিরপুর পুলিশ লাইনসে অবস্থিত পাবলিক ম্যানেজমেন্ট অর্ডারের ব্যারাক পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে তাঁর এ কথোপকথন হয়।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘আমি যতটুকু জেনেছি তাঁরা (দুই তরুণী) নাকি সিগারেট খাচ্ছিল, কিছু লোক সেখান দিয়ে নামাজ পড়তে যাচ্ছিল। তাঁরা (লোকেরা) বাধা দেওয়ায়, তাঁদের ওপর চা ছুড়ে মেরেছিল।’ তিনি বলেন, ‘পাবলিক প্লেসে ধূমপান নারী-পুরুষ উভয়ের জন্য অপরাধ। তাই সবাইকে অনুরোধ করব, কেউ যেন উন্মুক্ত স্থানে ধূমপান না করে।’

পবিত্র রমজান মাস প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘রোজার সময় সবাইকে একটু সংযমী হতে হবে। আর আমাদের ধর্ম উপদেষ্টা সবাইকে অনুরোধ করেছেন, রমজানে দিনের বেলায় বাইরে যেন কেউ খাবার না খায়। এটা করতে পারলে রোজাদারদের সম্মান করা হয়।’

ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) মো. ইবনে মিজান বলেন, শনিবার সন্ধ্যায় মোহাম্মদপুরের আসাদগেটের কাছে আড়ং গলির পেছনে এক তরুণী ধূমপান করছিলেন। তখন স্থানীয় লোকজন ওই তরুণীর উদ্দেশে উচ্চবাচ্য করেন। খবর পেয়ে মোহাম্মদপুর থানা-পুলিশের একটি দল ঘটনাস্থল থেকে ওই তরুণীকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। তাঁকে আটক করা হয়নি। নিরাপদ হেফাজতের জন্য তাঁকে সেখান থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। তরুণীর পরিবার থানায় আসে। পরে তাঁকে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।

রমজানে জিনিসপত্রের দাম না বাড়ানোর জন্য ব্যবসায়ীদের প্রতি অনুরোধ জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। সাংবাদিকদের তিনি বলেন, ‘অন্যান্য ধর্মাবলম্বীরা তাদের ধর্মীয় অনুষ্ঠানের সময় জিনিসপত্রের দাম কমিয়ে দেয়। মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোতেও রমজানে জিনিসপত্রের দাম কমিয়ে রাখা হয়। আর আমাদের দেশে উল্টোটা হয়। রমজানের সময় ব্যবসায়ীরা জিনিসপত্রের দাম বাড়িয়ে দেয়।’ তিনি বলেন, ‘আমি ব্যবসায়ীদের অনুরোধ করব, তাঁরা যেন এ সময় জিনিসপত্রের দাম না বাড়ায়। রমজানের সময় তাঁরা যেন জিনিসপত্রের দাম যথাসম্ভব কম রাখে।’

রমজানে অন্যান্য বছরের মতো দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বিশেষ অভিযান পরিচালনা করা হবে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ‘এটা আপনাদের বলতে বা স্বীকার করতে হবে যে এবার জিনিসপত্রের দাম গতবারের চেয়ে কম রয়েছে। আর অভিযান না চালিয়েও যদি জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে রাখা যায়, সেটা তো আরও ভালো।’

 আরও পড়ুন

ধূমপান নিয়ে হট্টগোল, তরুণীকে উদ্ধার করে থানায় নিল পুলিশ

বিস্তারিত পড়ুন