প্রতিনিধি সাভার
![]() |
বকেয়া বেতনের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেন একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা। আজ রোববার রাত সাড়ে নয়টার দিকে সাভারের উলাইল এলাকায় | ছবি: পদ্মা ট্রিবিউন |
জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের বেতন এবং তিন মাসের ওভারটাইম ডিউটির পাওনা পরিশোধের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন প্রতীক অ্যাপারেলস লিমিটেড নামের একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা। রোববার রাত সাড়ে আটটার দিকে সাভারের উলাইল এলাকায় এই মহাসড়ক অবরোধের ঘটনা ঘটে।
শ্রমিকদের অবরোধের কারণে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা শ্রমিকদের বোঝানোর চেষ্টা করেন। পরে এক ঘণ্টার মধ্যে মালিকপক্ষ বিক্ষোভকারী শ্রমিকদের সঙ্গে দেখা করবে—এমন আশ্বাস দিলে তাঁরা রাত ১০টা ১৫ মিনিটের দিকে অবরোধ তুলে নেন।
শ্রমিকদের অবরোধের কারণে ঢাকা–আরিচা মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। রোববার রাতে | ছবি: পদ্মা ট্রিবিউন |
বিক্ষোভকারী শ্রমিকেরা বলছেন, জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের বেতন–ভাতা এবং গত বছরের ডিসেম্বর ও চলতি বছরের জানুয়ারি, ফেব্রুয়ারি মাসের ওভারটাইম ডিউটির পাওনা তাঁরা এখনো পাননি। বকেয়া পরিশোধের জন্য কয়েক দফা সময় দিয়েও মালিকপক্ষ শ্রমিকদের বেতন পরিশোধ করেনি। রোববার ইফতারের পর শ্রমিকদের বেতন পরিশোধের আশ্বাস দিলেও ইফতারের পর শ্রমিকদের বেতন পরিশোধ না করে কারখানা থেকে বেরিয়ে যায় মালিকপক্ষ। পরে বিক্ষুব্ধ শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।
নাম প্রকাশ না করার শর্তে এক শ্রমিক বলেন, মালিকপক্ষ তিন দফায় আশ্বাস দিয়েও টাকা দেয়নি। রোববার টাকা দেওয়ার কথা থাকলেও মালিকপক্ষ টাকা না দিয়ে সন্ধ্যায় পালিয়ে যায়। ফলে তাঁরা বিক্ষোভ শুরু করেন। এক ঘণ্টার মধ্যে মালিকপক্ষ তাঁদের সঙ্গে দেখা না করবে—সেনাবাহিনীর এমন আশ্বাসে তাঁরা সড়ক ছেড়েছেন। এক ঘণ্টার মধ্যে মালিকপক্ষ না এলে তাঁরা আবার সড়ক অবরোধ করবেন।
সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সওগাতুল আলম বলেন, বকেয়া বেতনের দাবিতে প্রতীক নামের একটি পোশাক কারখানার শ্রমিকেরা সড়ক অবরোধ করেন। কোনো ধরনের বিশৃঙ্খলা যাতে হতে না পারে সেই লক্ষ্যে পুলিশ প্রস্তুত ছিল। পরে সেনাবাহিনীর আশ্বাসের ভিত্তিতে শ্রমিকেরা সড়ক থেকে সরে যান।