নিজস্ব প্রতিবেদক

বায়তুল মোকাররম জাতীয় মসজিদে তারাবির নামাজ পড়ছেন মুসল্লিরা | ছবি: পদ্মা ট্রিবিউন

শনিবার তারাবির নামাজের মধ্য দিয়ে শুরু হলো এবারের পবিত্র মাহে রমজানের আনুষ্ঠানিকতা। রোববার থেকে রোজা পালন করবেন ধর্মপ্রাণ মুসলমানরা।

রমজানকে সামনে রেখে প্রথম তারাবিতেই বায়তুল মোকাররম জাতীয় মসজিদসহ রাজধানীর বেশিরভাগ মসজিদে মুসল্লিদের উপচে পড়া ভিড় দেখা গেছে। বড়দের পাশাপাশি নামাজে এসেছে ছোটরাও।

শনিবার রাতে প্রথম রোজার তারাবির নামাজ আদায়ে এশার নামাজের আগেই মুসল্লিরা দলে দলে মসজিদে আসতে শুরু করেন। শুধু বায়তুল মোকাররম নয়, রাজধানীর অন্যান্য মসজিদেও তারাবির নামাজে ছিল অন্যান্য দিনের তুলনায় অনেক বেশি মুসল্লির উপস্থিতি।

 রমজানের চাঁদ দেখা নিয়ে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, শনিবার সন্ধ্যায় বাংলাদেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। আগামীকাল রোববার থেকে পবিত্র রমজান মাস গণনা শুরু হবে। আগামী ২৬ রমজান (২৭ মার্চ) পবিত্র শবে কদর পালিত হবে।