খেলা ডেস্ক
![]() |
ব্রাজিলের হয়ে কবে খেলবেন নেইমার | এক্স |
লম্বা সময়ের বিরতির পর এই মাসে ফের মাঠে গড়াবে ফুটবলের আন্তর্জাতিক লড়াই। সেই লড়াইয়ের অংশ হিসেবে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলতে মাঠে নামবে দক্ষিণ আমেরিকার দলগুলো। যেখানে সবচেয়ে বেশি চোখ থাকবে ২৬ মার্চ বুধবার ব্রাজিল-আর্জেন্টিনার ম্যাচের দিকে। সুপার ক্লাসিকোর এই ম্যাচ ঘিরে উত্তাপ এরই মধ্যে দানা বাঁধতে শুরু করেছে।
এর আগে ২০২৩ সালের নভেম্বরে প্রথম
লেগের ম্যাচে মারাকানায় আর্জেন্টিনার কাছে ১-০ গোলে হেরেছিল ব্রাজিল। সেই
হারের কারণে এই ম্যাচ নিয়ে নিশ্চিতভাবেই চাপে থাকবে ব্রাজিল। এটি তাদের
জন্য প্রতিশোধের ম্যাচও বটে। এই ম্যাচের আগে আরও একটি বিষয় জোরেশোরে আলোচিত
হচ্ছে। এই ম্যাচে ব্রাজিলের সেরা তারকা নেইমারকে দেখা যাবে তো?
২০২৩ সালের ১৮ অক্টোবর উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে চোটে পড়েন নেইমার। এরপর জাতীয় দলে আর ফেরা হয়নি তাঁর। এবার বিশ্বকাপ বাছাইয়ের দলে ডাক পেলে সেটি হবে প্রায় দেড় বছর পর তাঁর দলে ফেরা। শেষ পর্যন্ত তিনি ফিরলে ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচে সবচেয়ে বড় আকর্ষণ হয়ে উঠবেন নেইমারই।
চোট কিংবা অন্য কোনো নাটকীয়তা না হলে নেইমারের ফেরা অনেকটাই নিশ্চিত। এর মধ্যে ব্রাজিল ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) দেওয়া ৫২ জনের প্রাথমিক তালিকায় রাখা হয়েছে তাঁকে। তবে চূড়ান্ত ঘোষণার সময় এই দল নামিয়ে আনা হবে ২৩ জনে, আর এই দলটি ঘোষণা করা হবে ৮ মার্চ।
সান্তোসের হয়ে নিয়মিত মাঠে নামা নেইমারের এই ম্যাচ দিয়ে ফেরা অনেকটাই নিশ্চিত। সম্প্রতি ৫০০ দিন পর পুরো ম্যাচ খেলার স্বাদও পেয়েছেন নেইমার। ফলে ফিট থাকলে নেইমারকে আর্জেন্টিনার বিপক্ষে মাঠে দেখা যাওয়া অনেকটাই নিশ্চিত।
আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার আগে ব্রাজিল আন্তর্জাতিক বিরতিতে প্রথম ম্যাচ খেলবে কলম্বিয়ার বিপক্ষে। মানে গারিঞ্চা স্টেডিয়ামে এই ম্যাচটি মাঠে গড়াবে ২১ মার্চ বাংলাদেশ সময় সকাল ৬টা ৪৫ মিনিটে। সব ঠিক থাকলে চোট কাটিয়ে এই ম্যাচ দিয়েই হয়তো মাঠে ফিরবেন ব্রাজিলিয়ান তারকা।