প্রতিনিধি গাজীপুর

গাজীপুর সদর উপজেলার গজারিবনে মরদেহ পড়ে থাকার খবরে ঘটনাস্থলে আসে পুলিশ। এ সময় স্থানীয় লোকজন ভিড় জমান সেখানে। আজ সকালে সিংড়াতলী এলাকায় | ছবি: পদ্মা ট্রিবিউন

গাজীপুর সদর উপজেলায় এক অটোচালককে হত্যার পর লাশটি গজারিবনে ফেলে গেছে দুর্বৃত্তরা। আজ শনিবার সকালে সিংড়াতলী এলাকার গজারিবনের ভেতর থেকে তাঁর লাশ উদ্ধার করেছে পুলিশ।

ওই চালকের নাম ইয়াসিন রানা (২৩)। তিনি কিশোরগঞ্জের করিমগঞ্জ থানার সুতারপাড়া এলাকার বাসিন্দা। গাজীপুর সদর উপজেলার শিরিরচালা এলাকার একটি বাড়িতে ভাড়া থেকে অটোরিকশা চালাতেন।

পুলিশ ও পরিবারসূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো গতকাল শুক্রবার সকালে অটোরিকশা নিয়ে বের হন ইয়াসিন। পরে তিনি আর বাড়িতে ফেরেননি। পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পায়নি। আজ শনিবার সকালে স্থানীয় কয়েকজন বাসিন্দা গজারিবনের ভেতর একটি লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে জয়দেবপুর থানার পুলিশ লাশ উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হালিম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ছিনতাইয়ের উদ্দেশ্যে চালক ইয়াসিনের মাথায় ইট দিয়ে আঘাত করে হত্যা দুর্বৃত্তরা। তবে তাঁর অটোরিকশাটি খোয়া যায়নি। ঘটনাস্থল থেকে প্রায় আধা কিলোমিটার দূরে এটি উদ্ধার করা হয়েছে। সম্ভবত কোনো কারণে ছিনতাইকারীরা এটি নিয়ে পালাতে পারেনি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।