প্রতিনিধি ঈশ্বরদী

সিরাজুল ইসলাম মামুন | গ্রাফিকস: পদ্মা ট্রিবিউন 

ঈশ্বরদীর কৃতি সন্তান সিরাজুল ইসলাম মামুন পদোন্নতি পেয়ে ঢাকা যুগ্ম জেলা ও দায়রা জজ  হিসেবে নিয়োগ পেয়েছেন। 

সোমবার আইন ও বিচার বিভাগের বিচার শাখা-৩-এর অনুমোদনে রাষ্ট্রপতির আদেশক্রমে এ. এফ. এম. গোলজার রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই নিয়োগের তথ্য জানানো হয়।

জানা গেছে, সিরাজুল ইসলাম মামুন ৬ষ্ঠ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করেন। এরপর ২০১৩ সালের ২৪ অক্টোবর সহকারী জজ হিসেবে কর্মজীবন শুরু করেন। পদোন্নতির আগে তিনি কিশোরগঞ্জ সদর জ্যেষ্ঠ সহকারী জজ হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

ঈশ্বরদীর ঈদগাহ রোডের বাসিন্দা সিরাজুল ইসলাম মামুন বিশিষ্ট ব্যবসায়ী আমির আলী সরকারের চতুর্থ সন্তান।

অনুভূতি জানতে চাইলে প্রয়াত বাবার স্মৃতিচারণ করে তিনি বলেন, ‘আমার জীবনের সাফল্যের পেছনে সবচেয়ে বড় অনুপ্রেরণা ছিলেন আমার বাবা। তিনি ছিলেন সৎ, পরিশ্রমী এবং ন্যায়নিষ্ঠ একজন মানুষ। তিনি সবসময় আমাকে বলতেন, ‘সত্যের পথে চলো, কঠোর পরিশ্রম করলে সফলতা আসবেই।’ তাঁর শেখানো নৈতিক মূল্যবোধ আমাকে জীবনে এগিয়ে যেতে সাহায্য করেছে। আজ বাবা যদি বেঁচে থাকতেন, তবে তিনি এই সাফল্যে গর্বিত হতেন এবং আমাকে আরও উৎসাহিত করতেন।’

নতুন দায়িত্ব সম্পর্কে তিনি বলেন, ‘এই পদোন্নতি আমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আমার দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করব, যাতে বিচারিক ব্যবস্থার উন্নয়ন ঘটে এবং সাধারণ মানুষের ন্যায়বিচার নিশ্চিত হয়।’