প্রতিনিধি ঈশ্বরদী

নারী নির্যাতনের প্রতীকী ছবি

পাবনার ঈশ্বরদীতে চুরির অভিযোগে মধ্যবয়সী (৫৪) এক নারীকে লোহার খুঁটির সঙ্গে বেঁধে গলায় জুতা-স্যান্ডেলের মালা পরিয়ে শাস্তি দিয়েছেন কয়েক জন যুবক।

সোমবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ওই নারীকে উদ্ধার করে ঈশ্বরদী থানা হেফাজতে নেয়।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুপুর সাড়ে ১২টার দিকে হাসপাতালের বহির্বিভাগের সামনে দাঁড়িয়ে ছিলেন এক নারী। সে সময় কিছু যুবক তাঁকে 'টাকা ও সোনাদানা' চুরির অভিযোগে আটক করে। তাঁদের মধ্যে ছিলেন ভাটাপাড়া বকুলের মোড় এলাকার আপন হোসেন দেশ ও মুর্শিদপুরের দাশুড়িয়া এলাকার মো. আশিক। তারা ওই নারীকে হাসপাতালের সামনে নিয়ে গিয়ে লোহার খুঁটির সঙ্গে দড়ি দিয়ে বেঁধে,  জুতা-স্যান্ডেলের মালা পরিয়ে প্রকাশ্যে নির্যাতন চালায়। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে এই ঘটনা ছড়িয়ে পড়লে পুলিশ দ্রুত এসে ওই নারীকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

ঈশ্বরদী থানার ওসি শহিদুল ইসলাম বলেন, ‘চুরির সন্দেহে আটক ওই নারীর বিরুদ্ধে কেউ আমাদের কাছে অভিযোগ করেনি। তবে বিষয়টি জানার পরপরই আমি দ্রুতই ওই নারীকে পরিস্থিতি থেকে উদ্ধার করে থানায় নিয়ে এসেছি। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়।’