প্রতিনিধি সিরাজগঞ্জ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন |
সিরাজগঞ্জে পদবঞ্চিত জুলাই অভ্যুত্থানে অংশ নেওয়া শিক্ষার্থীদের আন্দোলনের মুখে স্থগিত হওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক কমিটি নতুন করে ঘোষণা করা হয়েছে। আজ শুক্রবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভেরিফায়েড ফেসবুক পেজে এ কমিটি ঘোষণা করা হয়। সংগঠনটির কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও সদস্যসচিব আরিফ সোহেল কমিটির অনুমোদন দিয়েছেন। আগামী ছয় মাসের জন্য এ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
নতুন করে ঘোষণা করা কমিটির শীর্ষ পদগুলোতে কোনো পরিবর্তন নেই। তবে সংখ্যা বাড়ানো হয়েছে। ৩৭২ জনের কমিটিতে সজীব সরকারকে আহ্বায়ক, মেহেদী হাসানকে সদস্যসচিব, ইকবাল হোসেনকে মুখ্য সংগঠক ও টি এম মুশফিককে মুখপাত্র করা হয়েছে। কমিটিতে আসির ইস্তেসারকে সিনিয়র যুগ্ম-আহ্বায়ক, জাহিদ হাসানকে সিনিয়র যুগ্মসচিব, যুবাইর আল-ইসলামকে সিনিয়র মুখ্য সংগঠক ও সাদিয়া আহমেদকে সহ-মুখপাত্র করা হয়েছে। এ ছাড়া কমিটির পরিসর বাড়িয়ে ৩৩ জনকে যুগ্ম-আহ্বায়ক, ৪৯ জনকে যুগ্ম-সদস্যসচিব, ৬৩ জনকে সংগঠক ও ২১৮ জনকে সদস্য করা হয়েছে।
এর আগে ৮ ফেব্রুয়ারি ২৮৪ সদস্যের আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছিল। এরপর ওই কমিটিতে পদ না পেয়ে যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়ক ও রেলপথ অবরোধ করে কঠোর আন্দোলন শুরু করেন জুলাই অভ্যুত্থানে অংশ নেওয়া কিছু শিক্ষার্থী। পরে ১০ ফেব্রুয়ারি রাত আটটার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও সদস্যসচিব আরিফ সোহেলের সই করা এক জরুরি নোটিশের মাধ্যমে ঘোষিত আহ্বায়ক কমিটি স্থগিত করা হয়। এতে পদ বঞ্চিতরা উল্লাস করলেও পদে থাকা শিক্ষার্থীরা কমিটি বহালের দাবিতে বিক্ষোভ করেন। একপর্যায়ে কিছু সময়ের জন্য রেলপথ অবরোধ করেন।