নিজস্ব প্রতিবেদক ঢাকা

ভূমিকম্প | প্রতীকী ছবি

মধ্যরাতে আবারও ভূমিকম্পে কেঁপে উঠেছে দেশের উত্তরাঞ্চলের বেশ কিছু এলাকা। বৃহস্পতিবার দিবাগত রাত ৩টা ৬ মিনিটে রাজশাহী, জয়পুরহাট, ঠাকুরগাঁওসহ কয়েকটি জেলায় ভূকম্পন অনুভূত হয়।

ভারতের আবহাওয়া বিভাগ (আইএমডি) জানিয়েছে, ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৫। এর উৎপত্তিস্থল ছিল নেপাল-চীন সীমান্তের কোদারী এলাকার ১৪ কিলোমিটার দক্ষিণে। ভূমিকম্পটির গভীরতা ছিল ১০ কিলোমিটার এবং এটি কয়েক সেকেন্ড স্থায়ী হয়।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, এই ভূমিকম্পের কম্পন ভারতের বিহার ও শিলিগুড়িতেও অনুভূত হয়েছে।

এর আগে বুধবার দিবাগত রাত ২টা ৫৫ মিনিটে সিলেটেও ভূমিকম্প হয়। এর উৎপত্তিস্থল ছিল ভারতের আসামের মরিগাঁও এলাকায়, রিখটার স্কেলে মাত্রা ছিল ৫ দশমিক ৩।

এছাড়া, মঙ্গলবার সকাল ৬টা ৪০ মিনিটে বঙ্গোপসাগরে আরেকটি ভূমিকম্প হয়, যার মাত্রা ছিল ৫ দশমিক ১। এর গভীরতা ছিল ৯১ কিলোমিটার। এতে বাংলাদেশের উপকূলীয় জেলা ছাড়াও ভারতের পশ্চিমবঙ্গ ও ওড়িশায় কম্পন অনুভূত হয়।

বাংলাদেশ ছাড়াও পশ্চিমবঙ্গের কলকাতায়ও এই ভূমিকম্পের প্রভাব পড়েছে বলে জানা গেছে।