নিজস্ব প্রতিবেদক

শ্যামলী সুলতানা জেদনী | ছবি: ফেসবুক থেকে নেওয়া

বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের সংগঠক শ্যামলী সুলতানা জেদনী আত্মপ্রকাশের মাত্র একদিনের মাথায় পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার রাত ১১টা ৫৬ মিনিটে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে তিনি এই তথ্য জানান।

ফেসবুক পোস্টে জেদনী লিখেছেন, 'বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় কমিটির সংগঠক পদ থেকে স্বেচ্ছায় ও সজ্ঞানে পদত্যাগ করলাম।'

তিনি আরও জানান, গত ৭-৮ মাস তার জীবনে গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা অর্জনের সময় ছিল। এই সময়ে বিভিন্ন চিন্তার মানুষের সঙ্গে মিশেছেন, নতুন অনেক কিছু শিখেছেন।

জেদনী বলেন, 'জুলাই-অগাস্টের পর আমার মনে নানা আশা-আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল। দেশের মানুষের জন্য কিছু করা এবং প্রচলিত রাজনীতির ধারা পরিবর্তনের ইচ্ছা ছিল। তাই গণঅভ্যুত্থানের চেতনায় অনুপ্রাণিত হয়ে সারা দেশ ঘুরেছি। হাতে সময় কম, কাজ অনেক—এই ভাবনা থেকে সেমিস্টার ড্রপ পর্যন্ত দিয়েছি। চলমান সেমিস্টারেও ক্লাস করার সুযোগ হয়ে ওঠেনি। তবে বিশেষ কারণে এখন আমাকে সবকিছু থেকে সরে যেতে হচ্ছে।'

তিনি আরও বলেন, 'গত ৬ মাসে হয়তো ১২০ দিনের কম বাসায় থেকেছি। মায়ের হাতের রান্না পর্যন্ত খাওয়া হয়নি। রাত ২-৩টার সময় বাসায় ফেরার কারণে সমাজের নেতিবাচক দৃষ্টিভঙ্গির মুখোমুখি হতে হয়েছে। তবে এসব উপেক্ষা করার মানসিক শক্তি সৃষ্টিকর্তা আমাকে দিয়েছেন। পড়াশোনা, শখ, নিজের যত্ন—এসব বিসর্জন দিতে আমার কোনো অনুশোচনা নেই। কিন্তু খারাপ লাগছে, কারণ মাকে সময় দিতে পারিনি। আজ যখন আমি এই জায়গা থেকে বের হয়ে আসার সিদ্ধান্ত নিয়েছি, তখন মায়ের চোখেও পানি দেখেছি।'

বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের প্রতি শুভকামনা জানিয়ে জেদনী লিখেছেন, '৫৪ বছরের কুৎসিত ছাত্র রাজনীতির অবসান হোক এই প্ল্যাটফর্মের হাত ধরে। যোগ্য নেতৃত্বকে প্রাধান্য দিন, স্বজনপ্রীতির অবসান ঘটান। মানুষের অধিকারের কথা বলুন।'

তিনি আরও লেখেন, 'যাদের সঙ্গে এতদিন কাজ করেছি, গল্প করেছি, তাদের জন্য শুভকামনা। সাংগঠনিকভাবে না থাকলেও অন্যায়ের বিরুদ্ধে যেকোনো প্রতিবাদে আমি আপনাদের সঙ্গে থাকব। অনিয়মের বিরুদ্ধে আমার লড়াই আজীবন চলবে। আজকের সিদ্ধান্ত আমার জন্য কষ্টের হলেও বাস্তবতা মেনে নিতে হচ্ছে।'

এর আগে, বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের সিনিয়র যুগ্ম সদস্য সচিব রিফাত রশীদও পদত্যাগ করেন এবং পদত্যাগপত্র জমা দেন।