নিজস্ব প্রতিবেদক ঢাকা

হত্যা | প্রতীকী ছবি

রাজধানীর যাত্রাবাড়ীতে শত্রুতার জেরে ইকবাল হোসেন (৪০) নামে এক ব্যক্তি ছুরিকাঘাতে নিহত হয়েছেন। একই ঘটনায় জাহিদ (২৫) নামে এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন।

মঙ্গলবার রাতে বিবির বাগিচা ছাপরা মসজিদ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। আহত অবস্থায় স্বজনরা ইকবালকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত ইকবালের স্ত্রী কুলসুম আক্তার জানান, 'তাদের বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলার নারায়ণপাশা গ্রামে। বর্তমানে তারা যাত্রাবাড়ীর বিবির বাগিচায় ভাড়া বাসায় থাকেন। তাদের দুটি সন্তান রয়েছে।'

তিনি জানান, 'একসময় তার স্বামী জুয়া খেলতেন ও মাদকাসক্ত ছিলেন। তবে সব ছেড়ে তিনি অটোরিকশা চালানো শুরু করেন। ঘটনার রাতে উজ্জ্বল নামে এক ব্যক্তি ইকবালকে ফোন করে বাসার সামনে ডেকে নেন। সেখানে উজ্জ্বলসহ কয়েকজন তাকে ছুরিকাঘাত করে। চিৎকার শুনে কুলসুম বের হয়ে স্বামীকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান।'

অন্যদিকে, যাত্রাবাড়ীর সুতি খালপাড় এলাকায় জাহিদ নামে এক যুবক গুলিবিদ্ধ হন। তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে।

যাত্রাবাড়ী থানার ওসি কামরুজ্জামান তালুকদার বলেন, 'এই হত্যাকাণ্ড ও গুলির ঘটনার তদন্ত চলছে।'