নিজস্ব প্রতিবেদক
ছিনতাইকারী সন্দেহে মারধরের পর ঝুলিয়ে রাখা দুই ব্যক্তির একজন। মঙ্গলবার রাতে রাজধানীর উত্তরায় | ছবি: সংগৃহীত |
রাজধানীর উত্তরায় ছিনতাইকারী সন্দেহে দুই ব্যক্তিকে পিটিয়ে আহত করার পর পায়ে দড়ি বেঁধে তাঁদের উল্টো করে ঝুলিয়ে রাখার ঘটনা ঘটেছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই দুই ব্যক্তিকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করেছে। এই ব্যক্তিরা হলেন মো. নাজিম (৪০) ও মো. বকুল (৩০)।
মঙ্গলবার রাত ১০টার দিকে উত্তরা হাউস বিল্ডিং এলাকার বিএনএস সেন্টারের সামনে ফুটওভারব্রিজের ওপরে এ ঘটনা ঘটে।
![]() |
উত্তরায় ছিনতাইকারী সন্দেহে দুই ব্যক্তিকে গণধোলাই, পদচারী সেতুতে ঝুলিয়ে রাখার দৃশ্য | ছবি: সংগৃহীত |
এ জানতে চাইলে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান বলেন, ছিনতাইকারী সন্দেহে দুই ব্যক্তিকে মারধরের পর তাঁদের উল্টো করে ঝুলিয়ে রাখা হয়। পরে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে তাঁদের উদ্ধার করে। বর্তমানে দুজন চিকিৎসাধীন।
এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। ওই ভিডিওতে দেখা যায়, বেশ কয়েকজন এক ব্যক্তিকে ওপরে তুলছে। তাঁর পায়ে দড়ি বাঁধা রয়েছে। তাঁকে ফুটওভারব্রিজের লোহার পিলারের সঙ্গে উল্টো করে বাঁধছিলেন হলুদ রঙের টি-শার্ট পরা এক যবুক। আরও কয়েকজন ওই ব্যক্তিকে ওপরে তুলছিলেন।