নিজস্ব প্রতিবেদক

রাষ্ট্রপতির আগমন প্রতিহত করতে কালো পতাকা হাতে মিছিল করছেন বিপ্লবী ছাত্র পরিষদের সদস্যরা | ছবি: ভিডিও থেকে সংগৃহীত

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শুক্রবার রাত ১২টা ১ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

এর আগে রাত ১২টার কিছুক্ষণ আগে রাষ্ট্রপতি শহীদ মিনার প্রাঙ্গণে পৌঁছান। সেখানে তাকে স্বাগত জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ।

এদিকে রাষ্ট্রপতির গাড়িবহর শহীদ মিনারে পৌঁছানোর পরপরই সেখানে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থী ও সাধারণ মানুষ। তারা ‘গো ব্যাক চুপ্পু’ বলে স্লোগান দেন।

বিক্ষোভকারীদের অভিযোগ, রাষ্ট্রপতি সাহাবুদ্দিন সরকারের অবৈধ কর্মকাণ্ডকে সমর্থন করেছেন এবং জুলাই মাসে সংঘটিত হত্যাকাণ্ডের জন্য তিনি দায়ী। বিপ্লবী ছাত্র পরিষদের আহ্বায়ক আবদুল ওয়াহেদ বলেন, 'চুপ্পুর উচিত পদত্যাগ করে বিচারের মুখোমুখি হওয়া। তিনি ফ্যাসিস্ট সরকারের অবৈধ কাজের অনুমোদন দিয়েছেন এবং গণহত্যার সুযোগ তৈরি করেছেন।'

এর আগে শহীদ মিনারে রাষ্ট্রপতির আগমন প্রতিহত করতে কালো পতাকা মিছিল বের করে বিপ্লবী ছাত্র পরিষদ।

তবে বিক্ষোভের মধ্যেও রাষ্ট্রপতি ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং কিছুক্ষণ পরই শহীদ মিনার এলাকা ত্যাগ করেন।

রাষ্ট্রপতির পর প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ, উপদেষ্টা পরিষদের সদস্য, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও তিন বাহিনীর প্রধানগণ ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।