প্রতিনিধি ঈশ্বরদী
![]() |
শিক্ষার্থীদের মধ্যে বাইসাইকেল বিতরণ করছেন মিউচুয়াল ফাউন্ডেশনের নির্বাহী প্রধান সামিয়া চৌধুরী | ছবি: পদ্মা ট্রিবিউন |
মিউচুয়াল ফাউন্ডেশন পাবনার ঈশ্বরদীতে মানিকনগর বালিকা উচ্চ বিদ্যালয়ের ৪০ জন শিক্ষার্থীকে বাইসাইকেল উপহার দিয়েছে। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেডের সামাজিক দায়িত্বের অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়।
বুধবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিউচুয়াল ফাউন্ডেশনের নির্বাহী প্রধান সামিয়া চৌধুরী। এসময় তিনি বলেন, 'বাইসাইকেলগুলো শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়াবে এবং তাদের শিক্ষা জীবনে ইতিবাচক প্রভাব ফেলবে।'
![]() |
অনুষ্ঠানে বক্তব্য রাখছেন সামিয়া চৌধুরী | ছবি: পদ্মা ট্রিবিউন |
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনিসুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলায় একাডেমিক সুপারভাইজার আরিফুল ইসলাম, বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য তাসলিম আরিফ এবং সাপ্তাহিক ঈশ্বরদীর সম্পাদক সেলিম সরদার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ঈশ্বরদী শাখার ব্যবস্থাপক মো. জামিলুর রহমান।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতে আরও বেশি শিক্ষার্থীকে এই সুবিধার আওতায় আনতে কার্যক্রমটি আরও বিস্তৃত করা হবে।