নিজস্ব প্রতিবেদক
ভিডিওতে দেখা যায়, এক নারী ও এক পুরুষের ওপর ধারালো অস্ত্র (রামদা) দিয়ে হামলা করছেন দুজন |ছবি: ফেসবুকে ছড়ানো ভিডিও থেকে নেওয়া |
ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওটি ১৩ সেকেন্ডের। রাত্রিবেলায় একটি ছোট সড়কের অপর পাশ থেকে কিছুটা দূরত্বে ভিডিওটি ধারণ করা।
ভিডিওটির শুরুতেই নারী-পুরুষের চিৎকার-চেঁচামেচির শব্দ শোনা যায়। কয়েক সেকেন্ডের মাথায় ভিডিওটি ‘জুম’ করা হয়।
দেখা যায়, সড়কের মাথায় একটি বাড়ির দেয়াল ঘেঁষে ফুটপাতে পাশাপাশি থাকা এক নারীকে রামদা দিয়ে জোরে আঘাত করছেন এক যুবক। নারীর পাশে থাকা পুরুষকে রামদা দিয়ে সজোরে আঘাত করছেন আরেক যুবক।
হামলার মুখে নারী কিছুটা ডান দিকে সরে যান। আর পুরুষ সরে যান বাঁ দিকে।
একপর্যায়ে ফুটপাত ঘেঁষে রাখা একটি রিকশার পেছনে আশ্রয় নেন হামলার শিকার পুরুষ। তখন তাঁর ওপর হামলাকারী যুবক রিকশার সামনের দিক দিয়ে ঘুরে পেছনের দিকে যান। নারীর ওপর হামলাকারী যুবকও তখন দৌড়ে রিকশার কাছে আসেন।
তখন হামলার শিকার নারী দৌড়ে পুরুষের কাছে এসে তাঁর সামনে অনেকটা ঢাল হয়ে দাঁড়ান। পুরুষকে পেছনে রেখে নারী আত্মরক্ষার ভঙ্গিতে দাঁড়ান। এভাবে তাঁরা পেছনের দিকে সরতে থাকেন। তখন এক হামলাকারী যুবককে রামদা উঁচিয়ে আরেকটা কোপ দিতে যাওয়ার ভঙ্গিতে দেখা যায়।
একটু পর হামলাকারী দুই যুবককে রামদা হাতে নিয়ে ফুটপাত ধরে সামনের দিকে হেঁটে এগিয়ে যেতে থাকেন। কিছুটা হেঁটে তাঁদের দৌড় দিতে দেখা যায়।
এ সময় ভিডিওতে একজনকে বলতে শোনা যায়, ‘দাও দিয়ে কোপাইতেছে, এটা কোনো কথা!’
হামলা চলাকালে ঘটনাস্থলে লোকজন ছিল। তবে তখন তাঁদের কাউকে এগিয়ে এসে ভুক্তভোগী নারী-পুরুষকে রক্ষা করতে দেখা যায়নি।
উত্তরা পশ্চিম থানার পুলিশ জানায়, গতকাল রাত ৯টার দিকে ঘটনাটি ঘটে। ঘটনাস্থল উত্তরার ৭ নম্বর সেক্টরের ৯ নম্বর সড়ক। হামলার শিকার দুজন স্বামী-স্ত্রী।
হামলার ঘটনায় দুই যুবককে আটক করার কথা জানিয়েছে পুলিশ। তাঁরা হলেন মোবারক হোসেন (২৫) ও রবি রায় (২৭)।
ঘটনার বিষয়ে উত্তরা পশ্চিম থানার পরিদর্শক (তদন্ত) এ বি সিদ্দিক বলেন, বেপরোয়া গতির একটি মোটরসাইকেল একটি রিকশাকে ধাক্কা দিয়েছিল। এ ঘটনায় প্রথমে রিকশাচালক প্রতিবাদ করেন। পাশের আরেকটি মোটরসাইকেলে ছিলেন এক দম্পতি। তাঁরাও এ ঘটনার প্রতিবাদ জানান। তখন ধাক্কা দেওয়া মোটরসাইকেলের দুই আরোহী আরও কয়েকজনকে ডেকে আনেন। পরে ওই দম্পতির ওপর দুজন ধারালো অস্ত্র দিয়ে হামলা করেন। হামলাকারীরা স্থানীয় অপরাধী চক্রের সদস্য।