প্রতিনিধি কক্সবাজার
কক্সবাজারের পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ | ছবি: সংগৃহীত |
ইয়াবা চালান জব্দ এবং বিক্রির টাকা ভাগ-বাঁটোয়ারায় সম্পৃক্ততার অভিযোগে কক্সবাজারের পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহকে প্রত্যাহার করা হয়েছে। আজ সোমবার পুলিশ সদর দপ্তরের ডিআইজি (প্রশাসন) কাজী মো. ফজলুল করিম স্বাক্ষরিত এক স্মারকে পুলিশ সুপারকে জ্যেষ্ঠ কর্মকর্তার কাছে দায়িত্বভার অর্পণ করে আগামীকাল মঙ্গলবার পুলিশের সদর দপ্তরে রিপোর্ট করতে বলা হয়েছে।
উল্লেখ্য, গতকাল একটি জাতীয় দৈনিকে ‘মিলেমিশে সাড়ে ৩ লাখ পিস বিক্রি-এসপির ইয়াবা কারবার’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনে ১০ কোটি টাকার ইয়াবা ২ কোটি ৯ লাখ টাকায় বিক্রি করে ভাগাভাগি, সোর্স নামধারী চাকরিচ্যুত দুই কনস্টেবলকে ঘুষের ভাগ হিসেবে ১ লাখ ৩০ হাজার ইয়াবা দেওয়ার কথা উল্লেখ করা হয়।
প্রতিবেদনে বলা হয়, গত ৬ জানুয়ারি ভোরে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) চকরিয়ার ডুলাহাজারা এলাকা থেকে ৪ লাখ ৯০ হাজার ইয়াবাসহ টয়োটা কোম্পানির ল্যান্ড ক্রুজার প্রাডো গাড়ি জব্দ করা হয়। এ সময় গাড়িতে থাকা চারজনকে আটক করে ওসি ডিবি জাহাঙ্গীর আলম, এসআই সমীর গুহর নেতৃত্বাধীন একটি দল। এ সময় ১ কোটি ২০ লাখ টাকার বিনিময়ে আটক তিন ইয়াবা কারবারিকে ছেড়ে দেওয়া হয়। এ ঘটনায় এসআই সমীর গুহ বাদী হয়ে গাড়িচালক ইসমাইলকে গ্রেপ্তার দেখিয়ে চকরিয়া থানায় ১ লাখ ৪০ হাজার ইয়াবা জব্দের মামলা করেন। উদ্ধার ইয়াবা থেকে ৩ লাখ ৫০ হাজারটি আত্মসাৎ করা হয়।
অভিযোগ প্রসঙ্গে জানার জন্য একাধিকবার চেষ্টা করেও পুলিশ সুপার রহমত উল্লাহ ও ডিবি পরিদর্শক জাহাঙ্গীর আলমের বক্তব্য পাওয়া যায়নি। তবে জেলা পুলিশের একজন কর্মকর্তা বলেন, এসপির ইয়াবা কারবারে জড়িত থাকার প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর তাঁকে (এসপিকে) পুলিশের সদর দপ্তরে তলব করা হয়েছে। ইয়াবা–কাণ্ডের ঘটনা তদন্তে উচ্চপর্যায়ের তদন্ত টিম গঠন করা হয়েছে। কাল সকালে পুলিশ সুপার কক্সবাজার ত্যাগ করবেন। পুলিশের শীর্ষ পদের একজন কর্মকর্তা ইয়াবা–কাণ্ডে জড়িত থাকার ঘটনায় পুরো পুলিশ বাহিনীর ভাবমূর্তি ও সম্মানহানি ঘটেছে।
নাম প্রকাশ না করার শর্তে পুলিশের আরেকজন কর্মকর্তা বলেন, গত ৫ আগস্ট ছাত্র–জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। পরের দিন কক্সবাজারে নিয়োগ পান পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ। যোগ দেওয়ার পর থেকে তিনি গণমাধ্যম থেকে নিজেকে দূরে রাখতেন।
সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, ইয়াবার চালানটি টেকনাফ থেকে গাড়িতে লুকিয়ে চট্টগ্রামে পাচার করা হচ্ছিল। গ্রেপ্তার দেখানো গাড়িচালক মো. ইসমাইলের বাড়ি টেকনাফ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কায়ুকখালী পাড়ায়। টাকা নিয়ে ছেড়ে দেওয়া অপর দুজন জসিম উদ্দিন ও মো. রনির বাড়ি কক্সবাজার পৌরসভার ঝাউতলা ও কেরানীগঞ্জের চুনকুটিয়াতে।
মামলার এজাহারে বলা হয়, টেকনাফ-উখিয়া থেকে ইয়াবাগুলো সংগ্রহ করে চট্টগ্রাম ও ঢাকায় পাচার করা হচ্ছিল। মামলার তদন্তকারীর দায়িত্ব পান অভিযুক্ত ডিবি পরিদর্শক জাহাঙ্গীর আলম।