প্রতিনিধি বগুড়া

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল

যুবদল বগুড়া জেলা শাখার সদ্য ঘোষিত কমিটির পাঁচ নেতার পদ-পদবি স্থগিত করা হয়েছে। একই সঙ্গে সংগঠনের প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদও স্থগিত করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে গত ৫ আগস্টের আগে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতাদের সঙ্গে দলীয় কর্মসূচিতে অংশগ্রহণ ও ফ্যাসিবাদের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ উঠেছে।

গতকাল রোববার যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম (মুন্না) ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলামের নির্দেশক্রমে দপ্তর সম্পাদক নুরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাঁদের পদ স্থগিত করা হয়। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উল্লিখিত নেতাদের দলীয় সব কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

পদ স্থগিত হওয়া পাঁচ নেতা হলেন বগুড়া জেলা যুবদলের সদ্য ঘোষিত কমিটির সাহিত্য ও প্রকাশনা সম্পাদক সুজাউল ইসলাম, স্বাস্থ্য সম্পাদক মো. ইনছান, সহসাংগঠনিক সম্পাদক মো. আহসান হাবীব, সহ–কর্মসংস্থানবিষয়ক সম্পাদক মো. মাসুদ রানা ও সদস্য মো. সজল হোসাইন।

সাংগঠনিক সূত্রে জানা যায়, ৪ ফেব্রুয়ারি বগুড়া জেলা যুবদলের ১০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেয় কেন্দ্রীয় কমিটি। এতে বগুড়া জেলা ছাত্রদলের সাবেক দুই সভাপতির মধ্যে জাহাঙ্গীর আলমকে যুবদলের জেলা কমিটির সভাপতি ও আবু হাসানকে সাধারণ সম্পাদক করা হয়।

ওই কমিটি ঘোষণার পর অন্তত পাঁচ নেতার বিরুদ্ধে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগের বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে তাঁদের ব্যাপারে এ সিদ্ধান্ত হয়।

বগুড়া জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু হাসান বলেন, ‘নতুন কমিটিকে বিতর্কিত করতে ফেসবুকে কয়েকজন নেতাকে নিয়ে নানা ভিত্তিহীন ছবি ছড়ানো হয়। কমিটির পরিচিতি সভা করার পরও এ ধরনের মিথ্যা অভিযোগ ছড়ানো বন্ধ না হওয়ায় যাঁদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তাঁদের পদ-পদবি স্থগিত করে অভিযোগ তদন্তের জন্য আমরা কেন্দ্রীয় কমিটিকে অনুরোধ করেছি। সেই মোতাবেক কেন্দ্রীয় কমিটি বিতর্ক ওঠা পাঁচজনের দলীয় পদ-পদবি স্থগিত করেছে।’