বিনোদন প্রতিবেদক
‘শিল্পের আলোয় ভরে উঠুক মঞ্চের আঙিনা/দর্শকই স্বজন, দর্শকই প্রেরণা’-এই শিরোনামকে সামনে রেখে শনিবার শুরু হওয়ার কথা ছিলো ‘ঢাকা মহানগর নাট্যোৎসব ২০২৫’। কিন্তু হলো না।
উদ্বোধনের সকল আয়োজন শেষ করেও ‘উত্তেজিত’ কিছু লোকের হুমকির মুখে স্থগিত হলো বড় পরিসরের এই নাট্যোৎসব! নিশ্চিত করেছেন আয়োজক ঢাকা মহানগর নাট্য পর্ষদের আহ্বায়ক ঠান্ডু রায়হান।
তিনি লিখিত বক্তব্যে বলেন, ‘বাংলাদেশের থিয়েটার আজ এক ক্রান্তিকাল অতিক্রম করছে। কথা ছিল শত দর্শক ও নাট্যকর্মীরা আজ যৌথভাবে ১৪ দিনব্যাপী (ফেব্রুয়ারি ১৫-২৮) ঢাকা মহানগর নাট্যোৎসব ২০২৫ উদ্বোধন করবেন। সে উপলক্ষে, গত দুই মাস ঢাকার ৮৫টি নাট্যদলের কর্মীরা অক্লান্ত পরিশ্রম করে, গণঅর্থায়নে যখন উৎসবের সকল আয়োজন সম্পন্ন করেছেন, ঠিক তখন জানানো হলো উৎসব বন্ধ করতে হবে।’
ঘটনার বিবরণ দিতে গিয়ে এইর নাট্যজন বলেন, ‘গতকাল দুপুর একটায়, বাংলাদেশ মহিলা সমিতির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আমাদের জানান, রমনা থানা থেকে ফোন করে নাট্যোৎসব বন্ধ করতে বলা হয়েছে। আমরা উৎসব কমিটির পক্ষ থেকে রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে যোগাযোগ করি। সন্ধ্যায় ওসি সাহেবের সাথে তার অফিসে আমরা সাক্ষাৎ করি এবং উৎসবের বিস্তারিত তথ্য অবহিত করি। যদিও এ ধরনের আয়োজনের জন্য পুলিশ বা সরকারের কোনও অনুমতি নেওয়ার প্রয়োজন হয় না। আলোচনার পর ওসি সাহেব আমাদের আশ্বস্ত করেন। আমরা নিরাপত্তা সহযোগিতা চেয়ে একটি আবেদনপত্র জমা দিয়ে চলে আসি।’
থানার ওই বৈঠকের খবর পেয়ে ‘উত্তেজিত’ কিছু লোক এসে মহিলা সমিতি প্রাঙ্গণে উৎসবের সাজসজ্জা খুলে ফেলে বলে জানান আয়োজকদের। এমনকি তারা থানাতে গিয়েও চাপ প্রয়োগ করেন।
ঠান্ডুর ভাষ্যে, ‘আমাদের বৈঠকের কিছুক্ষণ পর একটি মব থানায় ঢুকে, একরকম হুমকির স্বরে গালাগালসহ মহিলা সমিতির সংশ্লিষ্ট কর্মকর্তাকে উৎসব বন্ধ করার চাপ দেয়। এমন পরিস্থিতিতে মহিলা সমিতি কর্তৃপক্ষ সার্বিক নিরাপত্তার কথা ভেবে রাতেই মৌখিকভাবে হল বরাদ্দ বাতিল করে।
বলা দরকার, গতকাল রাতে কে বা কারা অন্ধকারে মহিলা সমিতির নীলিমা ইব্রাহীম মিলনায়তন থেকে উৎসবের সকল সাজসজ্জা খুলে নিয়ে যায়।
উৎসব স্থগিতের ঘোষণা দিয়ে এই আয়োজক বলেন, ‘‘বিগত দিনে দেশ নাটক এর ‘নিত্যপুরাণ’ নাটকটি বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে শো এর মাঝপথে বন্ধ করে দেওয়া হয়। এর প্রতিবাদে নাট্যকর্মীরা যখন সমাবেশ করছিল তখন শ্রদ্ধেয় নাট্যজন মামুনুর রশীদসহ উপস্থিত নাট্যকর্মীদের ওপর যারা হামলা করেছিল আজকের ঘটনা তারই পুনরাবৃত্তি বলে আমরা মনে করি। এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে, সকলের নিরাপত্তার কথা ভেবে, অক্লান্ত পরিশ্রমে ও ভালোবাসায় আয়োজন করা প্রাণের এই নাট্যোৎসব আপাতত স্থগিত ঘোষণা করতে বাধ্য হচ্ছি।’’
এদিকে এ বিষয়ে রমনা থানা থেকে কোনও মন্তব্য করতে রাজি হয়নি কর্তব্যরত কেউ।
পর্ষদের পক্ষে নাট্যজন মো. আকতারুজ্জামান আগেই জানিয়েছেন, ঢাকার মঞ্চে দর্শক উপস্থিতি বাড়াতে ও নতুন দর্শক সৃষ্টির লক্ষ্যে ‘ঢাকা মহানগর নাট্যোৎসব ২০২৫’-এর আয়োজন করছেন তারা। এই উৎসবের বিশেষ আকর্ষণ ছিলো এক টিকিটে ১৪টি নাটক দেখার সুযোগ এবং ১০০ জন দর্শক দিয়ে উৎসবের উদ্বোধন পরিকল্পনা।