নিজস্ব প্রতিবেদক ঢাকা
পুরান ঢাকার কামালবাগে আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। ঢাকা, ১৫ ফেব্রুয়ারি | ছবি: ফায়ার সার্ভিসের সৌজন্যে |
পুরান ঢাকার চকবাজারের কামালবাগ এলাকায় টিনের তৈরি একটি বাড়িতে আগুন লেগে মূহুর্তেই তা ছড়িয়ে পড়েছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট কাজ করেছে। আজ শনিবার বিকেল ৩টা ৩৫ দিকে ওই বাড়িতে আগুন লাগে।
এ তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস সদর দপ্তর নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা লিমা খানম।
ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বলা হয়েছে, বুড়িগঙ্গার তীরবর্তী কামালবাগ এলাকায় টিনের তৈরি ঘরে আগুন লেগেছে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণের জন্য ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিস। মোট ছয়টি ইউনিট আগুন নেভাতে কাজ করছে।
![]() |
কামালবাগে আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। ঢাকা, ১৫ ফেব্রুয়ারি | ছবি: ফায়ার সার্ভিসের সৌজন্যে |
আগুনের বিষয়ে চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান বলেন, চকবাজারের কামালবাগে আগুন লাগার খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গেছে। এ এলাকায় টিনের তৈরি বাড়িঘরসহ বিভিন্ন প্লাস্টিকের কারখানা রয়েছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস কাজ করছে।